মোদী থাকলে আমি নেই! উমার মন্তব্যে রাম-বিতর্ক! ভেস্তে যাবে ভূমি পুজো?

মোদী থাকলে আমি নেই! উমার মন্তব্যে রাম-বিতর্ক! ভেস্তে যাবে ভূমি পুজো?

লখনউ: করোনা আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ভর্তি রয়েছেন গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে৷ কেন্দ্রীয় সরকারের সেকেন্ড ইন কমান্ড করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য৷ কেননা সাম্প্রতিক সময়ে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর-সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন৷ গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি৷ কিন্তু আচমকা স্বরাষ্ট্রমন্ত্রী করো না আক্রান্ত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেত্রী উমা ভারতী৷ ৫ আগস্ট রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজিরা ঘিরে এবার সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেত্রী৷ বিজেপি নেত্রীর টুইট ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷

ট্যুইট করে উমা ভারতী জানিয়েছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চিন্তিত৷ অযোধ্যায় যাঁরা থাকবেন, তাঁদের জন্য চিন্তা হচ্ছে৷ অমিত শাহ উত্তরপ্রদেশে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তাঁদের নিয়ে আমার চিন্তা হচ্ছে৷ অযোধ্যা পৌঁছালে আমারও সংক্রমণের ঝুঁকি রয়েছে৷ তাই যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সেখান থেকে দূরে থাকবো আমি৷ সবাই চলে গেলে আমি গিয়ে রামলালা দর্শন করব৷ ভূমি পুজোয় অতিথিদের তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হোক৷ একথা আমি জানিয়ে দিয়েছি রাম জন্মভূমি ট্রাস্টকে৷’’

আচমকা উমা ভারতীর এই টুইট গিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছিলেন বটে, তবে সেদিনের বৈঠকে ছিল দূরত্ব বিধি৷ ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্রমণে আশঙ্কায় রয়েছে? তিনি কি নিজেকে কোয়ারেন্টিন করবেন প্রধানমন্ত্রী? ৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি৷ মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর নিজে৷ অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে এবার প্রশ্ন তুলল কংগ্রস৷ কংগ্রেসের তরফে টুইটে প্রশ্ন তোলা হয়েছে, প্রধানমন্ত্রী কবে সেল্ফ কোয়ারেন্টিনে যাবেন? নাকি নিয়ম শুধুমাত্র সাধারণ মানুষের জন্য? কংগ্রেসের এই প্রশ্ন করে তৈরি হয়েছে বিতর্ক৷ কংগ্রেসের পর এবার দলের অন্দরে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন ওঠায় ভেস্তে যাবে না ভূমি পুজোর আয়োজন?

সমস্ত আশঙ্কা উড়িয়ে রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতি হিসাবে আজ গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে অনুষ্টান৷ আজ দুপুরে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ভূমি পূজার জন্য তৈরি হচ্ছে সবুজ ও গেরুয়া রংয়ের রামলালার বসন৷ ৫ আগস্ট ওই বিশেষ পরানো হবে রামলালাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + two =