নয়াদিল্লি: দলের তরফে প্রস্তাব দেওয়া হলেও নিজের অবস্থান থেকে সরে আসতে নারাজ বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। আগেই ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচন লড়বেন না৷ এবার এই বিষয়ে অমিত শাহকে চিঠি লিখলেন তিনি৷ ভোটে না দাঁড়ালেও দলের হয়ে প্রচার চালাবেন বলে জানিয়েছেন উমা ভারতী৷
শনিবার ট্যুইটারে উমা ভারতী লেখেন, আসন্ন নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছি। এই বিষয়ে অমিত শাহকে চিঠিও লিখেছি। আগামী দেড় বছর গঙ্গার তীরের কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। দলীয় অনুমোদন থাকলে লোকসভা নির্বাচনে প্রচার চালাব। দল আমাকে যে দায়িত্ব দেবে তা পালন করব। নির্বাচনে না দাঁড়ালেও রাজনীতির থেকে এখনই অবসর নিতে নারাজ উমা ভারতী। গরিব মানুষের অধিকারের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার জন্য রাজনীতি থেকে অবসর নেবেন না তিনি।