দেবী কালীকে অপমান ইউক্রেনের, চাপে পড়ে শেষে ক্ষমাপ্রার্থনা

দেবী কালীকে অপমান ইউক্রেনের, চাপে পড়ে শেষে ক্ষমাপ্রার্থনা

নয়াদিল্লি: দেশের পরিস্থিতি যে একদমই ভালো নয় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। এই পরিস্থিতির মধ্যেও তারা বিতর্কে জড়ানো ছাড়ছে না। আর এটি যে সে বিতর্ক নয়, ভারতের ধর্মীয় বিশ্বাসকে আঘাত দিয়ে বিতর্কে জড়িয়েছে তারা। অপমান করা হয়েছে হিন্দু ধর্মকে। এমনই দাবি উঠেছে। যার জন্য শেষমেষ ক্ষমা চাইতে বাধ্য হয়েছে সরকার। 

কিছুদিন আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক একটি টুইট করে। তার ক্যাপশনে লেখা ছিল ‘ওয়ার্ক অব আর্ট’। দুটি ছবি পোস্ট করা হয়েছিল যার একটি ছিল বিস্ফোরণের, অন্যটিতে হলিউড অভিনেত্রী মেরিনিল মনরোর অবয়ব আঁকার চেষ্টা করা হয়েছিল। এবার ওই অবয়ব দেখে নেটিজেনদের একাংশের দাবি সেটি কালী ঠাকুরকে অপমান করা হয়েছে। ছবিটিতে দেখা যায়, উড়ন্ত স্কার্টের আদলে ছিল মেঘের কুণ্ডলী। জিভ বের করা নারীর গলায় ছিল মুণ্ডমালা। বুঝতে অসুবিধা হয় না, তা কালী মাতাকেই নির্দেশ করে। তাই ওঠে বিতর্কের ঝড়। 

p

শেষ কয়েকদিনে বহুবার এই নিয়ে নিন্দা ঝড়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। অবশেষে তাই ক্ষমা চেয়ে নিয়েছে ইউক্রেন প্রশাসন। জানান হয়েছে, ‘বিকৃতভাবে’ দেবী কালীর চিত্রায়নের জন্য তারা দুঃখিত এবং আশা রাখে ভারত সরকার তাদের এই ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করবে। এটাও তারা জানায় যে, আসলে এক ইউক্রেনীয় শিল্পী এই কাজ করেছিল তার শিল্পী সত্তার প্রভাব খাটিয়ে। তবে ভারতীয়দের তথা হিন্দুদের তা যে পছন্দ হয়নি তা বলার অপেক্ষা রাখে না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =