নয়াদিল্লি: চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচি। এখন তৃতীয় পর্যায়ের টিকাকরণ চলছে দেশে। ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হয়েছে। এই টিকা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে হবে, এই মর্মে বিশ্ববিদ্যালয়গুলিকে ‘নির্দেশ’ দিয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন! যা নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে।
সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সব জায়গায় টিকাকরণের প্রেক্ষিতে নির্দিষ্ট ফ্লেক্স এবং ব্যানার লাগাতে হবে। যেগুলিতে লেখা থাকবে টিকাকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। এই নির্দেশিকার ব্যাপার সকলের সামনে আসতেই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ, অনেকেই শিক্ষা কেন্দ্রে রাজনীতির গন্ধ পাচ্ছেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে শিক্ষকদের একাংশ। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে, ২১ জুন থেকে দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্বের টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেই কারণে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি যেন নিজেদের প্রতিষ্ঠান চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার এবং প্ল্যাকার্ড দেয়। এমনকি ধন্যবাদ জ্ঞাপনের জন্য হিন্দি এবং ইংরেজিতে তৈরি করা ব্যানার ইতিমধ্যেই পাঠানো হচ্ছে বলে খবর। অর্থাৎ কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে রীতিমতো বলে দিচ্ছে যে কী ধরনের ব্যানার এবং প্ল্যাকার্ড দিতে হবে প্রতিষ্ঠান চত্বরে।
আরও পড়ুন- শিশু সুরক্ষায় উদ্বিগ্ন রাজ্য, তৃতীয় ঢেউ মোকাবিলায় গঠিত হল ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
এই খবর প্রকাশে আসতেই স্বাভাবিকভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে কী ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এইরূপ নির্দেশ দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে। এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্বীকার করেছে যে, তাদের কাছে এই ধরনের নির্দেশিকা এসে গিয়েছে ই-মেইল মারফত। কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যানার পড়ে গিয়েছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের।