১২টি বিষয়ে অনলাইন ক্লাস নিয়ে তীব্র আপত্তি UGC-র, কিন্তু কেন জানেন?

করোনা আবহের জেরে পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। বন্ধ কলেজ। এতদিন পড়া বন্ধ রাখা যায় না। তাই বেশ কিছু কোর্স অনলাইনে করা হচ্ছে।  করোনার বন্দি জীবনে যতটা এগিয়ে নেওয়া। কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে দ্য ইউনিভার্সিটি গ্রান্টেড কমিশন আপত্তি জানিয়েছে।ইউজিসি ১২ টি বিষয়ে অনলাইন ক্লাসের তীব্র আপত্তি জানিয়েছে। 

 

নয়াদিল্লি:   করোনা আবহে পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। বন্ধ কলেজ। এতদিন পড়া বন্ধ রাখা যায় না। তাই বেশ কিছু কোর্স অনলাইনে করা হচ্ছে। করোনার বন্দি জীবনে যতটা এগিয়ে নেওয়া যায়৷ কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে দ্য ইউনিভার্সিটি গ্রান্টেড কমিশন আপত্তি জানিয়েছে৷ ইউজিসি ১২টি বিষয়ে অনলাইন ক্লাসের তীব্র আপত্তি জানিয়েছে৷

আরও পড়ুন- ১০৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্র পৌঁছাল বাবা

ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট, এমবিবিএ, পিজিওথেরাপি, পিএইচডি, এমফিলের মতো কোর্সের ওপর তীব্র আপত্তি জানিয়েছে ইউজিসি। জানানো হয়েছে, এই ধরনের বিষয়গুলোতে কোনওভাবেই অনলাইনে পড়াশোনা সম্ভব নয়৷ এতে পড়ুয়াদের আদতে ক্ষতি হবে বলেই মনে করছে ইউজিসি৷

ইউজিসি জানিয়েছে, পিএইচডির কোর্স ওয়ার্ক যেন কোনভাবেই অনলাইনে না হয়৷ এই ধরনের কোর্সগুলোর ২০ শতাংশ পড়াশোনা অনলাইনে হলে কোনও অসুবিধা হবে না বলেও জানা গিয়েছে। প্র্যাকটিক্যাল অংশ বাদে বেশ কিছু অংশ থিওরি থাকে। পরীক্ষা দিতে হয় লিখিত। সেব ক্ষেত্রে অনলাইন ক্লাস কোনও বাধার কারণ হবে না বলেই অনেকে মনে করছে। 

আরও পড়ুন- ৩ টাকার প্ল্যাটফর্ম টিকিট বেড়ে ৫০, করোনা-কালে তুঙ্গে বিতর্ক

 

ইউজিসির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি বা সরকারি অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের ভর্তি করার জন্য বা অনলাইনে ক্লাসের জন্য বেসরকারি কোচিং সেন্টারের সাহায্য কোনওভাবেই নিতে পারবে না। ইউজিসি জানিয়েছে, মূলত ভর্তির জন্য পৃথক কোনও বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু সমস্ত ভর্তি প্রক্রিয়া প্রতিষ্ঠানের সদরদফতর থেকে করতে হবে। এবং ভর্তির প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে বলেও ইউজিসির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =