মুম্বই: পশ্চিমবঙ্গের পছেই এবার হাঁটতে চলেছে মহারাষ্ট্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এবার মহারাষ্ট্রে তদন্ত করার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হবে। উদ্ধব ঠাকরে সরকার বুধবার তদন্তের জন্য সিবিআইকে দেওয়া সম্মতি প্রত্যাহার করে নেয়। সরকারের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে কোনও তদন্ত চালানোর জন্য সিবিআইকে এবার রাজ্যের অনুমতি নিতে হবে।
তিনটি অবিজেপি শাসিত রাজ্য রাজস্থান, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে সিআইআইকে তদন্ত করতে গেলে সম্মতির প্রয়োজন হয়। তবে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সিবিআই তদন্তকে প্রভাবিত করবে না বলে খবর। এই তদন্ত যেহেতু সুপ্রিম কোর্টের আদেশে পরিচালিত হচ্ছে তাই রাজ্যের এক্ষেত্রে কোনও আপত্তি নেই। বুধবার উত্তরপ্রদেশ সরকারের TRP মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করার একদিন পরই মহারাষ্ট্রের সরকার এই পদক্ষেপ নিল। রিপাবলিক টিভির বিরুদ্ধে মুম্বই পুলিশের তদন্তের সিবিআইয়ের ভিত্তি স্থাপনের ইউপি সরকারের এই প্রচেষ্টাটিকে মহারাষ্ট্র সরকার দেখেছিল। অভিযোগ, মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের নেতারা TRP কেলেঙ্কারি মামলা হালকা করার আহ্বান জানিয়েছিল।
এই মাসের শুরুর দিকে রিপাবলিক টিভির বিরুদ্ধে TRP কেলেঙ্কারি ওঠে। এই কেলেঙ্কারীটি তখন ওঠে যখন রেটিং এজেন্সি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের অভিযোগ জানায় যে নির্দিষ্ট কিছু চ্যানেল বিজ্ঞাপনদাতাদের প্রলুব্ধ করার জন্য টিআরপিকে কারচুপি করছে। এই মামলায় এখনও পর্যন্ত ৮ জনকে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে। উত্তর প্রদেশে মামলার তদন্ত শুরু হয়। সেখানে তদন্তভার সামলাচ্ছে সিবিআই। মহারাষ্ট্র সরকার মনে করছে সিবিআই মহারাষ্ট্রে এই মামলার তদন্ত করলে মুম্বই পুলিশের তদন্ত প্রভাবিত হতে পারে। মনে করা হচ্ছে সেই কারণেই সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছে শিবসেনা সরকার। এরপর থেকে অনুমতি ছাড়া আর কোনও মামলার তদন্ত মহারাষ্ট্রে করতে পারবে না সিবিআই। প্রসঙ্গত এর আগে বাংলা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের মতো অবিজেপির শাসনে থাকা রাজ্যগুলি এই অনুমতি প্রত্যাহার করে নেয়।