আড়াই ফুটের পাত্র বিয়ের পাত্রী খুঁজতে গেলেন থানায়, ব্যাপারটা কী?

আজ বিকেল: ভাবা যায়া আড়াই ফুটের যুবক বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে উঠেছেন। না কোনও গল্প নয় এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের কইরানা শহরে। সেখানকার ২ ফুট ৩ ইঞ্চির যুবক আজিম মনসুরি, দীর্ঘদিন চেষ্টা করেও তাঁর বিয়ের বন্দোবস্ত করে উঠতেপারেননি অভিভাবকরা। এদিকে বয়স যেতে বসেছে, উত্তরাধিকার না এলে বংশ রক্ষা হবে না।। নিজেও অনেক খুঁজে পেতে

আড়াই ফুটের পাত্র বিয়ের পাত্রী খুঁজতে গেলেন থানায়, ব্যাপারটা কী?

আজ বিকেল: ভাবা যায়া আড়াই ফুটের যুবক বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে উঠেছেন। না কোনও গল্প নয় এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের কইরানা শহরে। সেখানকার ২ ফুট ৩ ইঞ্চির যুবক আজিম মনসুরি, দীর্ঘদিন চেষ্টা করেও তাঁর বিয়ের বন্দোবস্ত করে উঠতেপারেননি অভিভাবকরা। এদিকে বয়স যেতে বসেছে, উত্তরাধিকার না এলে বংশ রক্ষা হবে না।। নিজেও অনেক খুঁজে পেতে দেখে কিছুই করে উঠতে পারেননি। আজিমের সমতুল পাত্রী কোথাও মিলছে না। এভাবে কি আইবুড়ো থেকেই স্বর্গবাসী হবেন নাকি, তাতো হতে পারে না। তাই আত্মী পরিজন কারোর উপরে ভরসা রাখতে না পেরে সোজা থানায় হাজির হলেন যুবক।

থানায় গিয়ে পুলিশকর্তাকে ধরে নিজের সমস্যার কতা জানালেন। সাফ বললনে, বিয়ে করব পাত্রী খুঁজে দিন। বলা বাহুল্য আজিমের গুরুতর সমস্যার কথা এড়িয়ে না গিয়ে মন দিয়েই শুনলেন পুলিশ কর্তা। বোধহয় সমাধানের রাস্তাও বলে দিয়েছেন, কিন্তু আড়াই ফুটের যুবকের সঙ্গে সেই বার্তালাপে পুলিশের বক্তব্যটি স্পষ্ট নয়। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়াতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। নেটিজেনরা এই ভিডিওকে ঘিরে নানারকম পরস্পরবিরোধী মন্তব্য করেছে। কেউ পাত্রের উচ্চতা নিয়ে সমবেদনা জানিয়েছেন, কেউ বা ঠাট্টার সুরে বিয়ের ইচ্ছেকে  নিয়ে মশকরা করেছেন। এককথায় ইন্টারনেটের ট্রেন্ডিং এখন আড়াই পুটের আজিম মনসুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =