Aajbikel

মণিপুরের দুই নির্যাতিতা দ্বারস্থ সুপ্রিম কোর্টের, নিরপেক্ষ তদন্তের আর্জি

 | 
Supreme Court

নয়াদিল্লি: হিংসাবৃত মণিপুরে সম্প্রতি দুই মহিলার মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিবস্ত্র করে তাঁদের রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে। এও দাবি করা হয় যে, বিবস্ত্র করার আগে তাঁদের গণধর্ষণ করা হয়েছিল। সেই নিয়ে ইতিমধ্যেই উত্তাল দেশ। এবার ওই দুই নির্যাতিতা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। 

মণিপুরের ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই দেশের শীর্ষ আদালত কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কখনই বাঞ্ছনীয় নয়। তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। আর দুই পক্ষই যদি তা না পারে তবে ব্যবস্থা নিতে বাধ্য হবে সর্বোচ্চ আদালত। যদিও এখনও পর্যন্ত যে উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তা নয়। এদিকে আবার ওই দুই নির্যাতিতা মহিলা আদালতের দ্বারস্থ হয়েছেন। কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে মামলা করে তাঁদের আর্জি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিক ।

কেন্দ্রীয় সরকার অবশ্য এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দিয়েছে। অন্যদিকে ভাইরাল ভিডিওর ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তবে গ্রেফতারির আগেই মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। স্থানীয় কিছু মহিলারা ওই ব্যক্তির বাড়িতে চড়াও হন এবং ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেন।     

Around The Web

Trending News

You May like