নন্দীগ্রাম থেকে আদ্রা, রামের পুজোয় সামিল তৃণমূলের ‘হিন্দু’ নেতা

নন্দীগ্রাম থেকে আদ্রা, রামের পুজোয় সামিল তৃণমূলের ‘হিন্দু’ নেতা

কলকাতা: বহু বিতর্ক, মামলা-মোকদ্দমার পর অবশেষে অযোধ্যার রাম মন্দিরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভূমি পুজোর আয়োজনকে স্বর্ণযুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ বিশাল আয়োজনের মাধ্য দিয়ে আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা করা হয়৷ অযোধ্যায় যখন রাম মন্দিরের সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখন বাংলায় চলছে লকডাউন৷ অযোধ্যা রাম মন্দির নির্মাণের দিনে বাংলায় কেন লকডাউন? এই নিয়ে বাংলা রাজনীতি শুরু হয়েছে বিতর্ক৷ উঠেছে তোষণ রাজনীতির অভিযোগ৷ লকডাউন বিধি ভেঙে জেলায় জেলায় রাম পুজোর আয়োজন করেছে বিজেপি৷ পুজো ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলিছে৷ রাম পুজো ঘিরে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির ‘ধর্মযুদ্ধ’৷ কিন্তু, রাজনীতির ময়দানে যুদ্ধ চললেও  অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে এবার রাম পুজোয় অংশ নিলেন তৃণমূলের দুই নেতা৷ সামিল বিজেপি নেতারাও৷

রাম পুজোর পর উত্তর দিনাজপুরে তরোয়াল খেলায় মাতলেন বিজেপি নেতা৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কার্যালয়ে তরোয়াল খেলায় সামিল হন উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি৷ অন্যদিকে, আজ বাংলায় ঘরে বসে রাম পুজোয় অংশ নেন বিজেপি নেতা মুকুল রায়, অর্জুন সিংহ, সুভাস সরকার৷ বিজেপি নেতারা নিজের বাড়িতে বসেই উপাসনা করেন৷ সুভাষ সরকার আবার বাড়ি থেকে বেরিয়ে দলবল নিয়ে লাড্ডু বিলি করতে থাকেন এলাকায়৷ বাড়িতে বসে রাম পুজো করেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ আগামী ছ’মাসের মধ্যে বাংলায় রাম রাজত্বের প্রতিষ্ঠা হবে বলেও তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷

বিজেপি নেতার মতো রাম পুজো আয়োজনে পিছিয়ে নেই তৃণমূল নেতারাও৷ আরতি করে রামের পুজোর অংশ নিলেন তৃণমূলের আদ্রা শহর সভাপতি ধনঞ্জয় চৌবে৷ তৃণমূল নেতা হিসাবে নয় হিন্দু হিসাবে পুজো করেছি৷ দাবি করেছেন পুরুলিয়ার আদ্রার তৃণমূল সভাপতি৷ আদ্রার রাম মন্দিরে পুজো, প্রদীপ প্রজ্জ্বলন করা হয়৷ সেখানে অংশ নিয়েছিলেন তৃণমূল নেতা৷ ধনঞ্জয় চৌবে জানিয়েছেন, ‘‘আমি হিন্দু৷ আমি গ্রামের পুজোয় অংশ নিয়েছি৷ হিন্দু মতে পুজো করি৷ এই মন্দিরে আমি প্রতিবছর থাকি৷ এটা আমার ব্যক্তিগত উদ্যোগ৷ দলের সঙ্গে কোন যোগাযোগ নেই৷ সবার মঙ্গল কামনা করে পুজো করেছি৷ অন্যদিকে নন্দীগ্রামে রাম পুজোয় প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল৷ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের গোয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পবিত্র কর রামপুজোয় অংশ নেন৷ তৃণমূল নেতা হয়ে নয়, হিন্দু হিসাবে অংশ নিয়েছি, হোম যজ্ঞে অংশ নিয়ে দাবি তৃণমূল নেতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =