জোড়া সাফল্যে ফের শীর্ষে বাঙালি, ট্রেন্ডিং তালিকায় দু’বঙ্গ সন্তান

কলকাতা: একটা সময় ছিল যখন বাঙালিদের সমীহ করে চলত গোটা দেশ৷ প্রবাদও ছিল, যা আজ ভাবে বাংলা, তা আগামিকাল ভাবে দেশ৷ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক আন্দোলন, ভাষার জন্য লড়াই, লেখালিখি মাধ্যমে বাঙালি নিজেকে তুলে ধরেছে দেশের শীর্ষ আসনে৷ কিন্তু কালের কবলে বাঙালির সেই গৌরব আজ কিছুটা হলেও ফিঁকে হয়েছে৷ আজ সেই ফিকে

জোড়া সাফল্যে ফের শীর্ষে বাঙালি, ট্রেন্ডিং তালিকায় দু’বঙ্গ সন্তান

কলকাতা: একটা সময় ছিল যখন বাঙালিদের সমীহ করে চলত গোটা দেশ৷ প্রবাদও ছিল, যা আজ ভাবে বাংলা, তা আগামিকাল ভাবে দেশ৷ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক আন্দোলন, ভাষার জন্য লড়াই, লেখালিখি মাধ্যমে বাঙালি নিজেকে তুলে ধরেছে দেশের শীর্ষ আসনে৷ কিন্তু কালের কবলে বাঙালির সেই গৌরব আজ কিছুটা হলেও ফিঁকে হয়েছে৷ আজ সেই ফিকে হয়ে যাওয়া বাঙালির হৃতগৌরব ফিরিয়ে আনলেন দুই বঙ্গ সন্তান৷ গোটা দেশজুড়ে দুই বাঙালির নামে সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয়েছে ট্রেন্ডিং৷

আজ টুইটার ট্রেনিংয়ে সারাদিন হটকেক দুই বাঙালির কৃতিত্ব৷ প্রথমত, সৌরভ গঙ্গোপাধ্যায়, দ্বিতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ এই দুই বাঙালির নামে আজ সবথেকে বেশি টুইট করা হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ আর সেই কারণেই আজ দিনভর টুইটারে ট্রেন্ডিং তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷

আজ নোবেল কমিটির তরফ অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়৷ সেখানে তিন জনের যুগ্ম তালিকায় নাম রয়েছে বাংলার গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম৷ তালিকায় রয়েছে অভিজিৎবাবুর স্ত্রী এসথার ডুফলো ও মাইকেল কার্মারের নাম৷ অন্যদিকে, আজ ভারতীয় ক্রিকেটের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনয়ন পেশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ স্বাধীনতার পর এই প্রথম কোনও প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তার পদে বসতে চলেছেন৷ আজ এই সোমবার দুই বাঙালির কৃতিত্বে গর্বিত গোটা বাংলা ও বাঙালি জাতির৷ আর তার সুবাদে টুইটার ট্রেনিংয়ের উঠে এসেছেন এই দুই কৃতি বাঙালির নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =