অনন্ত-রাধিকার বিয়েতে লাখে বুকড হোটেলের ঘর, বিয়েবাড়িমুখী রাস্তায় বন্ধ যান চলাচল

মুম্বই: প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই৷ এরই মধ্যে মুম্বইজুড়ে শুরু হয়েছে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে উপলক্ষে ধনবর্ষা। চলতি মাসেই বাল্যপ্রেমিকা রাধিকা…

ar1

মুম্বই: প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই৷ এরই মধ্যে মুম্বইজুড়ে শুরু হয়েছে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে উপলক্ষে ধনবর্ষা। চলতি মাসেই বাল্যপ্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছে অনন্ত৷ সেই বিয়েকে কেন্দ্র করে হইহই রব৷ বৈভবের ছোঁয়ায় বাণিজ্যনগরী তো বটেই গোটা দেশই যেন মোহাচ্ছন্ন৷ আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষে তড়তড়িয়ে চড়ল আরব সাগরের তীরে অবস্থিত পাঁচ ও সাততারা হোটেলের মূল্য। রাতপ্রতি ১৩ হাজার টাকার ঘরের দান পৌঁছল লাখ টাকাতে৷

মুম্বইয়ের প্রধান বাণিজ্য এলাকার হৃদপিন্ড বলেই পরিচিত বান্দ্রা-কুরলা কমপ্লেক্স৷ সেখানে দুটি প্রধান পাঁচতারা হোটেলের সব ঘর বুক হয়ে গিয়েছে৷ ১৪ জুলাই পর্যন্ত ৯১,৩৫০ টাকায় সব ঘর বুকড। ভ্রমণ ও হোটেল ওয়েবসাইট থেকে মিলেছে এই তথ্য।

 

আগামী ১২-১৪ জুলাই জিও কনভেশন সেন্টারে হবে আম্বানি-পুত্রের বিয়ের অনুষ্ঠান। এটিও বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেই অবস্থিত৷ তবে দেশ-বিদেশ থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা কোথায় করা হচ্ছে, তা এখনও জানা যায়নি। কিন্তু, অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে বিকেসি এলাকা ও সন্নিহিত সমস্ত নামীদামি হোটেলের ভাড়া রীতিমতো আকাশ ছুঁয়েছে।

শুধু তাই নয়, ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিকেসি এলাকামুখী পথে যান চলাচল নিয়ন্ত্রণ করবে মুম্বই পুলিশ। জিও কনভেশন সেন্টারের দিকে যাওয়া রাস্তাগুলিতে দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত যান চলাচল বন্ধ করে থাকবে। ১৫ জুলাই অতিথিদের বিদায় পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *