পাকিস্তানে নিখোঁজ ভারতীয় হাই কমিশনের ২ কর্মী, বাড়ছে উদ্বেগ

পাকিস্তানে নিখোঁজ ভারতীয় হাই কমিশনের ২ কর্মী, বাড়ছে উদ্বেগ

করাচি: ভারত-চিন ও নেপাল সীমান্ত বিতর্কের মধ্যেই এবার উদ্বেগ বাড়ান পাকিস্তান৷ ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা আরও বাড়িয়ে আচমকা ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় হাইকমিশনারের দুই কর্মী৷

সূত্রের খবর, ইসলামাবাদে থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ভারতীয় হাইকমিশনারের দুই কর্মী৷ জানি গিয়েছে, ভারতীয় হাইকমিশনার দফতর থেকে গাড়িতে রওনা দেন ওই দুই কর্মী৷ কিন্তু যেখানে তাঁদের পৌঁছানোর কথা ছিল, তারা সেখানে পৌঁছাননি৷

সরকারি সূত্রে খবর, ভারতীয় হাইকমিশনারের দুই কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে  বিদেশমন্ত্রক৷ পাকিস্তানের সঙ্গে এই বিষয়ে দফায় দফায় শুরু হয়েছে আলোচনা৷ তবে এই বিষয়ে সরকারি ভাবে প্রতিক্রিয়া এড়িয়েছে পাকিস্তান৷ গাড়ি থেকে বেরিয়ে মাঝ পথে দুই কর্মীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্কে নতুন করে জটিলতা তৈরি হয়েছে৷

কেন এখনও তাঁদের কোনও সন্ধান মিলছে না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন৷ তাঁদের কি অপহরণ করা হল? নাকি করা হয়েছে হত্যা? এই নিয়ে শুরু হয়েছে তদন্ত৷ তবে হঠাৎ কেন ভারতীয় হাইকমিশনারের দুই কর্মীকে নিখোঁজ হতে হয়ে গেলেন? এই বিষয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি৷ যদি ওই দুই কর্মী কোনও খোঁজ না পাওয়া যায়, তাহলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষণ লেখা৷

অন্যদিকে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘বন্ধু’ নেপাল৷ ইতিমধ্যেই ভারতের তিনটি এলাকা দখল করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল৷ তার ওপর লাদাখ সীমান্তে চিনের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিন দেশের ত্রিফলা চাপের মুখে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে ভারত৷ এই পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা হবে বলেও সরকারি সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 8 =