লখনউ: ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ আগেই তুলেছিলেন বিরোধীরা৷ এবার ভোট শেষের দু’দিন পর ট্রাক ভর্তি EVM ঢুকল স্ট্রং রুমে৷ ক্যামেরান্দি সেই ভিডিও৷ মুহূর্তেই ভাইরাল ইভিএম ঢোকার ভিডিও৷
আজ সকালে মোবাইলে তোলা ভিডিও সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। সেটি উত্তরপ্রদেশের চান্দৌলিতে তোলা। তাতে দেখা যাচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে একটি গাড়ি থেকে ইভিএম নামানো হচ্ছে। তারপর সেগুলিকে একটি ঘরে রাখাও হচ্ছে৷ ভিডিও যিনি তুলেছেন তিনি সমাজবাদী পার্টির সমর্থক। তাঁর কণ্ঠ ধরা পড়েছে ভিডিওতে। ইভিএম সরানো হল কেন তা তিনি জিজ্ঞেস করছেন৷
প্রশাসনের তরফে বলা হয়েছে, এই ইভিএমগুলিতে ভোট হয়নি৷ সেগুলি অতিরিক্ত৷ অন্য ইভিএমগুলি যখন নিয়ে আসা হয় তখন এই ইভিএম আনা যায়নি। আর তাই সেগুলিকে পরে নিয়ে আসা হয়। গত রবিবার ভোট হয় এখানে৷