বাংলাজুড়ে থমকে যাবে ব্যাঙ্কিং পরিষেবা, ফের ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা

বাংলাজুড়ে থমকে যাবে ব্যাঙ্কিং পরিষেবা, ফের ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা

04dd8fca45dd3792d05f5b82959d0703

নয়াদিল্লি: দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক। আগামী ১৫ ও ১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ করার প্রস্তাবের প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে শেষ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ককগুলিকে বড় বড় শিল্পপতি এবং এনজিও-এর হাতে তুলে দিয়ে বেসরকারিকরণের রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছেন। তারপর থেকেই দেশজুড়ে বেসরকারিকরণের বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছে। ব্যাঙ্কগুলিও সেই তালিকা থেকে বাদ যায়নি। রাষ্ট্রদূত ব্যাঙ্কগুলির বেসরকারীকরণের কেন্দ্রীয় নীতির প্রতিবাদে আগামী মার্চ মাসে দেশজুড়ে দুদিনের ধর্মঘট ডাকা হয়েছে।

ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের ঘোষণার পর ঐক্যবদ্ধ ক্ষোভ দেখা যায় ব্যাঙ্কের আধিকারিক ও কর্মচারীদের মধ্যে। এই নিয়ে মঙ্গলবার হায়দ্রাবাদে বৈঠক করল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। সেই বৈঠকে দু’দিনব্যাপী দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। ইউনিয়নের আন্দোলনকারীদের পক্ষ থেকে মোদি সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, “ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে যদি সরকার অবিলম্বে সরে না আসে তাহলে আগামী দিনে এই আন্দোলনকে আরও বড় মাত্রায় নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, বিভিন্ন কারণে ২০২০ সালে অনেকটা সময় জুড়ে দেশজুড়ে বন্ধ ছিল ব্যাঙ্ক। এর ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। এরপর নতুন বছর পড়তে না পড়তেই ধর্মঘটের ডাক। আগামী ১৫ ও ১৬ মার্চ ধর্মঘট হবে এবং তাতে দেশের সমস্ত ব্যাঙ্কের কর্মচারী ও আধিকারিকরা যোগ দেবেন, এমনটাই জানিয়েছেন এআইবিইএ-এর সাধারণ সম্পাদক সি ভেঙ্কটচলম। তিনি আরও জানিয়েছেন, “পরবর্তী সময়ে আমাদের পরিস্থিতি বুঝে পা ফেলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *