Aajbikel

মোদীর জন্মদিনে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন! বেকারত্বের প্রতিবাদ যুবাদের

 | 
মোদীর জন্মদিনে ‘জাতীয় বেরোজগার দিবস’ পালন! বেকারত্বের প্রতিবাদ যুবাদের
 

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৭০ বছর পূর্ণ করে ৭১-এ পা রাখলেন৷ গতকাল রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শুরু হয়ে যায় উৎসব৷ দেশের বিভিন্ন প্রান্তে কেক কেট, বাজি পুড়িয়ে নমোর জন্মদিন পালন করেন তাঁর সমর্থক, অনুরাগীরা৷ কিন্তু তাঁর জন্মদিনেই প্রতিবাদে সামিল হল দেশের যুবসমাদের একাংশ৷ এই দিনটি তাঁরা পালন করলেন ‘জাতীয় বেরোজগার দিবস’ হিসাবে৷   

আরও পড়ুন- আজ ৭০-এ পা নমোর, রইল তাঁর ছেলেবেলার অজানা কিছু কথা


নেটিজেনদের একাংশের দাবি, মোদী জমানায় সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে৷ কর্ম সংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকার৷ দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে৷ অনেকে আবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিলম্ব নিয়েও তোপ দেগেছেন৷ দেশে বেড়ে চলা বেকারত্ব নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও৷ টুইট করে তিনি বলেন, ‘‘ বিপুল বেকারত্ব যুব সমাজকে বাধ্য করেছে আজ জাতীয় বেরোজগার দিবস পালন করতে৷ কর্মসংস্থানই প্রকৃত মর্যাদা৷ সরকার আর কতদিন তা অস্বীকার করবে?’’  প্রধানমন্ত্রীর জন্মদিনকে জাতীয় বেরোজগার দিবস হিসেবে পালন করার এই কর্মসূচি অবশ্য যুব কংগ্রেসেরই। মূলত যুব কংগ্রেসের সদস্যরাই এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করে টুইট করছেন। 

এদিন সকাল থেকেই #NationalUnemploymentDay, #রাষ্ট্রীয় বেরোজগার দিবস, #বেরোজগার দিবস-এর মতো একাধিক হ্যাশট্যাগ টুইট ছেয়ে গিয়েছে টুইটারে। সকাল থেকে কয়েক লক্ষ পোস্ট হয়ে গিয়েছে এই হ্যাশট্যাগে। প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তাকেও ছাপিয়ে গিয়েছে #বেরোজগার দিবস৷ দুপুর ১২টার মধ্যে টুইটার ট্রেন্ডিংয়ে সবার উপরে উঠে আসে #NationalUnemploymentDay হ্যাশট্যাগটি৷

আরও পড়ুন- ‘পৃথিবীর কোনও শক্তি লাদাখে ভারতীয় সেনাকে রুখতে পারবে না’, সংসদে হুংকার রাজনাথের


করোনা প্যান্ডেমিকের জেরে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি৷ ২০২০-২১ অর্থবর্ষে দেশের গ্রস ডমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) অনেকটাই নেমে গিয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এটিকে ‘অ্যাক্ট অফ গড’ বলে অভিহিত করেছেন৷ ভেঙে পড়া অর্থনীতির সঙ্গে বেড়েছে বেকারত্বের সমস্যাও৷ কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ৷ ক্ষোভ বেড়েছে সরকারের উপরে৷ সেই ক্ষোভেরই যেন বহিঃপ্রকাশ ঘটল সোশ্যাল মিডিয়ায়৷ https://twitter.com/search?q=%23NationalUnemploymentDay&src=typed_query -এই লিঙ্কে দেখুন কর্মসংস্থান নিয়ে চাকরিপ্রার্থীদের বিদ্রোহ৷

Around The Web

Trending News

You May like