ভারতে আইনি রক্ষাকবচ হারাল টুইটার, উঠল সাম্প্রদায়িক উস্কানির অভযোগ

ভারতে আইনি রক্ষাকবচ হারাল টুইটার, উঠল সাম্প্রদায়িক উস্কানির অভযোগ

নয়াদিল্লি:  ভারতে আইনি রক্ষাকবচ হারাল টুইটার৷ নয়া তথ্যপ্রযুক্তি নীতিতে শর্ত পূরণ করতে ব্যর্থ মাইক্রোব্লগিং সাইট৷ অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেও রেহাই মিলল না৷ তথ্য প্রযুক্তি আইনের ৭৯ নম্বর ধারায় টুইটার আর আইনি রক্ষা কবচ পাবেন না বলেই জানালেন এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক৷ 

আরও পড়ুন- ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত কেন্দ্রের

সরকারি সূত্রে খবর, একটি হেনস্থার ঘটনায় কিছু টুইট প্রকাশ্যে আসার পরেই উত্তরপ্রদেশে সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ তৃতীয় পক্ষ হিসাবে টুইটারকে দায়ী করে গতকাল রাতে গাজিয়াবাদে প্রথম মামলাটি করা হয়৷ টুইটারের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ আনা হয়েছে৷ এছাড়া সরকারি সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একমাত্র টুইটারই তথ্য প্রযুক্তি নিয়মের শর্ত পূরণ করতে ব্যর্থ৷ যদিও মঙ্গলবার টুইটারের তরফে সংস্থার এক মুখপাত্র জানিয়েছিলেন, সরকারি নীতি মেনে চলার যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে৷ সংস্থার তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা কেন্দ্রকে জানানো হবে৷ 

কেন্দ্রীয় সরকারের নয়া তথ্য প্রযুক্তি নীতি অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে হবে। যা নিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে টুইটার৷ তবে তারা যে কেন্দ্রের সঙ্গে আর এঁটে উঠতে পারছে না তা গত সপ্তাহেই বোঝা গিয়েছিল৷ গত বুধবার টুইটার কেন্দ্রকে চিঠি দিয়ে জানায় তারা সরকারের নয়া গাইডলাইন মেনে চলতে প্রস্তুত৷ সেই মতো অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসারও নিয়োগ করা হয়৷ তবে শেষ রক্ষা হল না৷ আইনি রক্ষাকবচ হারাল টুইটার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *