নয়াদিল্লি: ভয়াবহ দেশের করোনা পরিস্থিতিত৷ দেশজুড়ে দেখা দিয়েছে ভ্যাকসিনের তীব্র সঙ্কট৷ এই পরিস্থিতিতে মমতা-সোনিয়া সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠাল দেশের ১২টি বিরোধী দলের সদস্যরা৷ এই যৌথ চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত সমস্ত উৎস থেকে ভ্যাকসিং সংগ্রহ করা এবং সেই সঙ্গে ভ্যাকসিনের ঘরোয়া উৎপাদন বাড়ানো৷
আরও পড়ুন-চকোলেট খেলেই কমবে করোনায় মানসিক চাপ, পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
এছাড়াও ওই যৌথ চিঠিতে বিরোধী নেতারা বিনামূল্যে সকল নাগরিককে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব করেছেন৷ তাঁদের দাবি, কেন্দ্রীয় বাজেটে ভ্যাকসিনের জন্য যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তা সম্পূর্ণ খরচ করা হয়নি৷ সেই টাকা ভ্যাকসিনের জন্য খরচ করতে হবে৷ পাশাপাশি পিএম কেয়ার্সের সমস্ত টাকা দিয়ে আরও ভ্যাকসিন, অক্সিজেন ও মেডিক্যাল সরঞ্জাম করতে হবে৷ এবং করোনাকালে কাজ হারানো প্রত্যেক ভারতীয়কে মাসে ছয় হাজার টাকা করে ভাতা দিতে হবে৷ পাশাপাশি আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে৷ বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকারের গোডাউনে এক কোটি টন খাদ্যশস্য পচে যাচ্ছে। তা দরিদ্রদের দেওয়া হোক।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান মমতা বন্দ্যোপধ্যায়, সোনিয়া গান্ধী, এমকে স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, এইচডি দেবেগৌড়া, শরদ পাওয়ার, হেমন্ত সোরেন, ফারুক আবদুল্লা, তেজস্বী যাদব এবং ডি রাজা৷ ভ্যাকসিনের অভাবে বিভিন্ন রাজ্যে থমকে গিয়েছে টিকাকরণ পদ্ধতি৷ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিও জানিয়ে দিয়েছে, এই টিকা উৎপাদনে বেশ কিছুটা সময় লাগবে৷ এই অবস্থায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে রাজ্যগুলি৷ বিরোধীদের চিঠিতেও উঠে এসেছে এই বিষয়টি৷ তাঁদের দাবি, সমস্যা মেটাতে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হোক৷