মুম্বই: রেল সফর আরও বেশি মনোরঞ্জক করে তুলতে এবার অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। লোকাল ট্রেনে এবার থেকে টিভি দেখতে পাওয়া যাবে। নিত্যযাত্রীদের সফর আরও বেশি উপভোগ্য এবং আনন্দময় করে তুলতেই এই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত রেলের এই নতুন উদ্যোগ শুরু হয়েছে মুম্বইতে। পশ্চিম রেলের উদ্যোগে ২০টি লোকাল ট্রেনে ২৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন বসানো হয়েছে। আগামী দিনে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ভারতীয় রেল।
জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থাকে ট্রেনের কামরায় টিভি বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অন্যত্রও এমন ব্যবস্থা চালু হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই টিভিগুলিতে সেইভাবে কোনও চ্যানেল দেখা যাবে না! মূলত বিজ্ঞাপন চালাবে রেল আর সেখান থেকেই আয় করার পরিকল্পনা রয়েছে রেলের্। প্রাথমিক হিসেবে, বছরে প্রায় ৬৫ লক্ষ টাকা এইভাবে বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে রেল কর্তৃপক্ষ।
পাঁচ বছরের জন্য পরীক্ষামূলক ভাবে পশ্চিম রেল সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে। এই পাঁচ বছরে রেলের মোট আয় হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। আরও জানা গিয়েছে, সারাদিন ধরে বিজ্ঞাপন চালাবে না রেল। টিভির মাধ্যমে রেল বিভিন্ন সচেতনাতামূলক প্রচারও চালাবে। রেলের বিভিন্ন উদ্যোগের কথাও বলা হবে এর মাধ্যমে। বিগত প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন। অবশ্যভাবেই এই সময় বড় ক্ষতির মধ্যে দিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। তাই এই টিভি এবং তার বিজ্ঞাপন মারফত মোটামুটি নিজেদের লোকসান লাভে বদলানোর একটা প্রয়াস করছে তারা।