বাড়ছে টিভি দেখার খরচ, মহার্ঘ প্যাকেজ! মাথায় হাত জনতার

নতুন বছরের শুরুতেই মাথায় হাত আম জনতার৷ ফের আরও এক দফায় বাড়ছে টিভি দেখার খরচ৷ বেশ খানিকটা বাড়তে চলেছে বিভিন্ন চ্যানেলের প্যাকেজের দান৷ আগামী মাস থেকে অধিকাংশ প্যাকেজের দর বাড়িয়ে দিচ্ছে চ্যানেলগুলি৷

b12cb57491185d041cf106c0f376a8fb

কলকাতা: নতুন বছরের শুরুতেই মাথায় হাত আম জনতার৷ ফের আরও এক দফায় বাড়ছে টিভি দেখার খরচ৷ বেশ খানিকটা বাড়তে চলেছে বিভিন্ন চ্যানেলের প্যাকেজের দান৷ আগামী মাস থেকে অধিকাংশ প্যাকেজের দর বাড়িয়ে দিচ্ছে চ্যানেলগুলি৷

স্টার ও জি কর্তৃপক্ষ তাদের নতুন প্যাকেজের দর ঘোষণা করেছে৷ বাকিরাও সেই পথে হাঁটছে৷ উৎসবের মরশুমে দর্শকদের জন্য দাম কমানোর ‘অফার’ দিয়েছিল প্রায় ৩০টি চ্যানেলের৷ অফার শেষ হতেই পুরনো দামেই ফিরছে বহু সংস্থা৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই নতুন নিয়ম আনতে চলেছে৷ পয়লা মার্চ তা চালু হওয়ার কথা থাকলেও চ্যানেলের দাম ফের বৃদ্ধি পাওয়ায় ফের বিপাকে আম জনতা৷

স্টার জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেতে অধিকাংশ প্যাকেজের দাম বাড়াবে৷ বাংলা চ্যানেলগুলির প্যাকেজের দাম ৪৯ টাকা থেকে ৫৯ টাকা করা হচ্ছে৷ স্টারের অন্য একটি ৭৯ টাকার প্যাকেজ বেড়ে হচ্ছে ৮৯ টাকা৷  ৫১ টাকার প্যাকেজ হচ্ছে ৬৯ টাকা৷

জি’র ঘোষণা, বাংলা প্যাকেড ৩৯ টাকায় থেকে বেড়ে ৪৩ টাকা করা হয়েছে৷ এইচডি ফ্যামিলি প্যাকেজ ৭০ টাকা থেকে হচ্ছে ৭৫ টাকা৷ বাংলা এইচডি প্যাকেজ ৯৫ টাকা থেকে ১০০ টাকা হচ্ছে৷
টিভি ১৮ ও সোনি বিভিন্ন প্যাকেজের দাম বাড়িয়েছে৷

পয়লা ফেব্রুয়ারি থেকে চ্যানেলের যে আলাদা আলাদা দর ঘোষিত হয়েছে, সেখানে অফারে থাকা চ্যানেলের অধিকাংশরই পুরনো দাম ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ ফলে, একলপ্তে বেশ খানিকটা বাড়ছে টিভি দেখার খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *