কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত টিকটক, সিদ্ধান্তকে কুর্নিশ টেলি তারকাদের

কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত টিকটক, সিদ্ধান্তকে কুর্নিশ টেলি তারকাদের

নয়াদিল্লি: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন উত্তেজনার মধ্যেই সোমবার টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত৷ অভিযোগ, বিভিন্ন অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে চিন৷  নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক জানিয়ে দিল তারা আগামী দিনে ভারতীয় আইন ও সরকারের নির্দেশিকা পুরোপুরি মেনে চলবে। সেইমতো তারা নিজেদের বদলে নিচ্ছে। সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে ব্যাখ্যা দিতেও প্রস্তুত টিকটক৷ 

টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী বলেন, “ভারতীয় আইন অনুযায়ী আমরা টিকটক ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণ গোপন রেখেছি। কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্য চিন বা অন্য কোনও দেশের সরকারকে দেওয়া হয়নি।” এদিকে টিকটক বন্ধ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সেলিব্রিটিরা৷ সরকারের এই সিদ্ধান্তের সমর্থনে সরব হয়েছেন ছোট পর্দার অভিনেত্রীরা৷ টিকটক বন্ধের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে টেলি পর্দার জনপ্রিয় মুখ রেশমি দেশাই বলেন, ‘‘ওদের ভারতীয়দের শক্তি দেখানোর এটাই সঠিক সময়৷’’ একটি ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী আরও বলেন, ‘‘দয়া করে ঐক্যবদ্ধ হন৷ আমরা কী দায়িত্বশীল নাগরিক হতে পারি না৷ দোষারোপের খেলা আর ট্রোলিং বন্ধ করে বর্তমান পরিস্থিতিকে সমর্থন করুন৷’’ 

আরও এক অভিনেত্রী নিয়া শর্মা ট্যুইট করে বলেন, ‘‘আমাদের দেশকে রক্ষা করার জন্য ধন্যবাদ৷ টিকটক নামক এই ভাইরাসকে যেন আর কোনও দিন ভারতে আসার অনুমতি দেওয়া না হয়৷’’আবার কাম্য পঞ্জাবী ট্যুইট করে লিখেছেন, ‘‘অসাধারণ৷ দারুণ খবর৷ জয়হিন্দ৷ বয়কট চিনা দ্রব্য৷ বয়কট চিনা অ্যাপ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =