চূড়ান্ত উদ্ধারকাজ শুরু উত্তরকাশীতে, শ্রমিকদের ব্যাগ-জামাকাপড় তৈরি

চূড়ান্ত উদ্ধারকাজ শুরু উত্তরকাশীতে, শ্রমিকদের ব্যাগ-জামাকাপড় তৈরি

tunnel

দেরাদুন: ১৬ দিনের কর্মযজ্ঞ আজ শেষ হতে পারে। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারেন ৪১ জন শ্রমিক। মঙ্গলবার সকাল থেকে আরও বেশি দমে উদ্ধারকাজ চলছে। আপাতত জানা গিয়েছে, চূড়ান্ত উদ্ধার অভিযানও শুরু। অনুমান করা হচ্ছে, আজ সন্ধের মধ্যেই আটকে পড়া শ্রমিকরা উদ্ধার হবেন। সুড়ঙ্গের বাইরে প্রশাসনের পাশাপাশি অপেক্ষায় রয়েছে শ্রমিকদের পরিবার। 

গতকাল পর্যন্ত একাধিক দফায় প্রায় ৯০ শতাংশ খননকাজ হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আর মাত্র ২ থেকে ৩ মিটার খনন বাকি আছে, তারপরই শ্রমিকদের কাছে পৌঁছে যাবেন উদ্ধারকারীরা। ইতিমধ্যে শ্রমিকদের ব্যাগপত্র, জামাকাপড় তৈরি রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন, শ্রমিকদের পরিবারকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া সুড়ঙ্গের বাইরে রাখা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স। সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করা গেলেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ৫৫.৩ মিটার পাইপ বসে গিয়েছে। চলছে শেষ পর্যায়ের পাইপ বসানোর কাজ।   

আসলে যে বিদেশি খননযন্ত্র দিয়ে আগে কাজ করা হচ্ছিল তা ধ্বংসস্তূপের ভিতরে লোহার কাঠামোয় ধাক্কা খেয়ে ভেঙে যায়। তার টুকরোগুলি সব বার করার পর সোমবার থেকে আবার সেখানে খননকাজ শুরু হয়। তবে এবার হাত দিয়ে খনন শুরু হয়। কয়লা খনি থেকে কয়লা তোলার সময় যে পদ্ধতি কাজ লাগানো হয়, সেই পদ্ধতিতেই এই কাজ চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =