বিজেপির ভার্চুয়াল সভায় তৃণমূলকে তুলোধোনা নাড্ডার

Nadda attack Mamata in a virtual assembly

নয়াদিল্লি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯ তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেই মমতাকে বিঁধলেন তিনি৷ 

এদিন নাড্ডা বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজ বাংলার অস্তিত্ব৷ তিনি শুধু বাংলা নয়, লড়াই করেছিলেন সমগ্র দেশের অখণ্ডতার জন্য৷ কিন্তু আজ তাঁর রাজ্যেই গড়ে উঠেছে কাটমানি সংস্কৃতি৷ করোনা নিয়ে দিল্লির কাছে রিপোর্ট পাঠাতেও নিমরাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান প্রতিটি রাজ্যকে সঙ্গে নিয়ে করোনার বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যেতে৷ কিন্তু বাংলা তা চায় না৷ 

সুর চড়িয়ে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি আরও বলেন, নরেন্দ্র মোদি সরকারের আয়ুষ্মান প্রকল্প দেশের সমস্ত গরিব মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে৷ অথচ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বলে আয়ুষ্মান প্রকল্পকে বাংলার মাটিতে ঢুকতেই দিননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার মানুষের কি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার নেই? প্রশ্ন তোলেন তিনি৷ 

নাড্ডা বলেন, শ্যামাপ্রসাদজির আদর্শে আমরা দেশের অখণ্ডতার লক্ষ্যে এগিয়ে চলেছি৷ আমরা তাতে সফলও হয়েছি৷ তাঁর দেখানো পথে চলেই আমাদের বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার করতে হবে৷ রাজনৈতিক দৃষ্টি দিয়ে সাফল্যের অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে বাংলাকে৷ বর্তমান সরকার যে ভাবে বাংলার ক্ষতি করছে, তা রুখতে হবে৷ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে তৃণমূল সরকারকে৷ 

তিনি আরও বলেন, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে যে ভাবে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে, অপরাধ বাড়ছে, কাটমানি সংস্কৃতি গড়ে উঠছে তা অবিলম্বে বন্ধ করতে হবে৷ বাংলায় শিক্ষার মান তলানিতে ঠেকেছে৷ সর্বত্র রাজনীতি হচ্ছে৷ আপনি কোন পার্টি করেন তার উপর নির্ভর করে, আপনাকে শিক্ষায় কোন স্থান দেওয়া হবে৷ নিম্নমানের রাজনীতি চলছে বাংলায়৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, বাংলাকে সেই উচ্চতার পৌঁছে দিতে হবে৷ বাংলায় পদের লোভে, ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে রাজি রাজনেতারা৷ যে বাংলা একসময় চিন্তাধারার জন্য পরিচিত ছিল, সেখানে এখন চলছে বলপ্রয়োগের রাজনীতি৷ 

নাড্ডা বলেন, যেখানে বল প্রয়োগ শুরু সেখানে চিন্তাভাবনার শেষ৷ রাজনৈতিক প্রতিদ্বন্ধীদের জেলে পাঠানো হচ্ছে৷ বিরোধীদের করোনা বিরোধী লড়াইয়ে সামিল হতেই দেওয়া হচ্ছে না৷ এই বাংলার বদল আনবে গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =