প্রদীপ জ্বালিয়ে বিশ্বসেরা মুখ্যমন্ত্রী, সেই প্রদীপের তেল কোড়াল দেশের ভবিষ্যৎ

লখনউ: সরযূর তীরে যেন সত্যিই গুপ্তধনের সন্ধান পেলো ছোট্ট মেয়েটি৷ দিপাবলীতে সেখানে ৫ লক্ষ প্রদীপের নীচে যে অন্ধকার, হয়ত তার থেকেও বেশী অন্ধকার ৬ বছরের এই ছোট্ট জীবন জুড়ে৷ তবে এই লক্ষ প্রদীপের মধ্যে থেকে যতটা তেল সংগ্রহ করেছিল সে, তার থেকেই হয়ত জুগিয়েছিল কয়েকদিনের বেঁচে থাকার ইন্ধন৷ রাম ভূমিতে এই ‘দীপোৎসব’ যে বিশ্ব রেকর্ড

প্রদীপ জ্বালিয়ে বিশ্বসেরা মুখ্যমন্ত্রী, সেই প্রদীপের তেল কোড়াল দেশের ভবিষ্যৎ

লখনউ: সরযূর তীরে যেন সত্যিই গুপ্তধনের সন্ধান পেলো ছোট্ট মেয়েটি৷ দিপাবলীতে সেখানে ৫ লক্ষ প্রদীপের নীচে যে অন্ধকার, হয়ত তার থেকেও বেশী অন্ধকার ৬ বছরের এই ছোট্ট জীবন জুড়ে৷ তবে এই লক্ষ প্রদীপের মধ্যে থেকে যতটা তেল সংগ্রহ করেছিল সে, তার থেকেই হয়ত জুগিয়েছিল কয়েকদিনের বেঁচে থাকার ইন্ধন৷

রাম ভূমিতে এই ‘দীপোৎসব’ যে বিশ্ব রেকর্ড গড়েছে৷ ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল ছোট্ট মেয়েটির এই ভিডিও ততটাই ম্লান করেছে ৫ লক্ষ প্রদীপের আলো৷ করুনা, সহানুভূতির পাশাপাশি ১৩৩কোটি মূল্যের এই দীপোৎসব নিয়ে উঠছে প্রশ্ন৷

আগে, উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ অযোধ্যায় ‘দীপোৎসব’ পালনের জন্য নিজস্ব বাজেট থেকে তহবিল ব্যয় করত৷ কিন্তু এবার রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে এই অনুষ্ঠানের তহবিল সরাসরি জোগান দিয়ছে বলে জানা গেছে৷ যেরাজ্যে পেটের খিদে মেটাতে এতটুকু মেয়েটি জ্বলে যাওয়া প্রদীপের তেল সংগ্রহ করছে, সেখানে রাম ভূমিকে আলোয় সাজাতে রাজ্য সরকারের এই ব্যায়বহুল আয়োজন প্রহসন বলেই মত প্রকাশ করছেন নেটিজেনরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =