সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিয়ে ঝাড়খণ্ডে ফের সোরেন সরকার! চম্পাইয়ে আস্থা রাখল কত জন?

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিয়ে ঝাড়খণ্ডে ফের সোরেন সরকার! চম্পাইয়ে আস্থা রাখল কত জন?

trust vote

রাঁচি: ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেন৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গড়ল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷ সোমবার চম্পইয়ের পক্ষে পড়ে ৪৭টি ভোট৷ বিপক্ষে পড়ে মাত্র ২৯টি ভোট।

৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ম্যাজিক ফিগার হল ৪১। অর্থাৎ, ৪১টি ভোট পেলেই সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে নিত চম্পাই সরকার৷ তবে আস্থা ভোটের পর দেখা গেল, ম্যাজিক সংখ্যার থেকেও ছ’টি ভোট বেশি পেয়েছে নতুন সরকার। মহাজোটের পক্ষে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৯, কংগ্রেস ১৭, আরজেডি-র একজন এবং সিপিআই (এমএল)-এর একজন করে বিধায়ক রয়েছে। অন্যদিকে রয়েছে বিজেপির ২৫ জন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের তিন জন এনসিপি এবং সিপিআই (এমএল)-এর এক জন করে বিধায়ক৷ সিপিআই (এমএল) শাসক জোটকেই সমর্থক করে। এছাড়াও রয়েছেন তিন জন নির্দল বিধায়ক৷  শাসক জোটের সকলেই চম্পাই সরকারে আস্থা রেখেছেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =