নয়াদিল্লি: ভারত সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে গিয়েছিলেন সবরমতী আশ্রমে৷ সেখানে গিয়ে চরকায় সুতো কাটার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ গান্ধীজির আশ্রম ঘুরে দেখার পর ভিজিটর বুকে গান্ধীজি সম্পর্কে একটি শব্দও ব্যক্ত করেননি তিনি৷ উল্টে মোদিকে দিয়েছেন ধন্যবাদ৷ আর তা নিয়ে বিতর্ক কম হয়নি৷ এবার ভারত সফরের শেষ দিনে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন ডোনাল্ড ট্রাম্প৷ চিরকুট দেখে লিখলেন তাঁর মনের কথা৷ কিন্তু কেন চিরকুট দেখে লিখতে হল মনের কথা? শুরু হয়েছে বিতর্ক৷
আজ সকালে রাষ্ট্রপতি ভবন থেকে সোজা রাজঘাটে চলে যান ট্রাম্প দম্পতি৷ সেখানে বিশাল ফুলের স্তবক দেন ট্রাম্প দম্পতি৷ একইসঙ্গে গান্ধীর স্মৃতি সৌধ ফুল ছিটিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ এরপর সোজা চলে যান ভিজিটর বুক লিখতে৷ কিন্তু ভিজিটর বুক খুলতেই ট্রাম্পের কাছে চলে আসে ছোট্ট একটি চিরকুট৷ চিরকুট দেখে নিজের মন্তব্য ভিজিটর বুকে ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প৷ ভিজিটর বুকে নিজের মন্তব্য লিখতে গিয়ে অন্তত তিনবার ওই চিরকুটে দিকে তাকান৷ চিরকুট দেখতে থাকেন তিনি৷ নিজের মন্তব্য লেখার পর স্ত্রীকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেন ট্রাম্প৷
Delhi: US President Donald Trump’s message in the visitor’s book at Raj Ghat, ‘The American people stand strongly with a sovereign and wonderful India – The vision of the great Mahatma Gandhi. This is a tremendous honor!’ pic.twitter.com/Rr7dU7m44z
— ANI (@ANI) February 25, 2020