করোনা চিকিৎসায় ভারতের শরণাপন্ন আমেরিকা, ওষুধ চাইলেন বিধ্বস্ত ট্রাম্প

করোনা চিকিৎসায় ভারতের শরণাপন্ন আমেরিকা, ওষুধ চাইলেন বিধ্বস্ত ট্রাম্প

নয়াদিল্লি: ১৩০ কোটি জনতার দেশ৷ জনবহুল ভারতে এখনও করোনা তার তাণ্ডব চালাতে পারেনি৷ ১৩০ কোটি জনতার দেশে করোনা আক্রান্ত মাত্র ৩০৩০ জন৷ তবুও, করোনা থাবা বসানোর আগেই ভারতজুড়ে জারি হয়েছে লকডাউন৷ নামমাত্র পরিকাঠামোর মধ্যেও ১৩০ কোটি জনতার সুরক্ষা দিতে আগেই উঠেপড়ে লেগেছিলেন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের গবেষকরা৷ আর তাদের নিরলস চেষ্টা করোনাকে এখনও পর্যন্ত পিছনে ফেলে দিতে পেরেছেন ভারত৷ শুধুমাত্র দেশীয় চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে করোনামুক্ত হয়েছেন ২৬৬ জন৷ আর ভারতের এই পরিসংখ্যান ভাবাচ্ছে তামাম বিশ্বকে৷ করোনা রুখতে ভারতের চিকিৎসা শাস্ত্র যে কাজ দিচ্ছে, তার প্রমাণ মিলল এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়৷ ভারতের থেকে চাইলেন করোনা মোকাবিলার ওষুধ৷

গোটা বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ বিশ্বজুড়ে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের৷ তবে আশার কথা, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন দু'লক্ষ ৪৬ হাজারের বেশি মানুষ৷ এই মুহূর্তে আমেরিকার অবস্থা ভয়াবহ৷ সেখানে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৩ লক্ষের বেশি৷ আর এই পরিস্থিতি মোকাবেলার উপায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মোদিকে ফোন করে ভারতের কাছে তিনি করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার জন্য হাইড্রোঅক্সিন ক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছেন৷ তাঁদের আশঙ্কা, আগামী কয়েক দিনে আমেরিকায় করো না পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে৷ আর সেই কারণে মৃত্যু হতে ২ লক্ষ মানুষের৷ আর সেই মৃত্যুর হার রুখতে ভারতের শরণাপন্ন হতে হল বিশ্বের প্রধানশক্তিধর এই দেশকে৷
ভারতজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওই ট্যাবলেট রপ্তানি বন্ধ রেখেছে ভারত৷ এবার প্রশ্ন হল, করোনা মামাবারী পরিস্থিতিতে এবার মার্কিন প্রশাসনকে ভারত সরকার সাহায্য করবে কি না৷ আর তাতে যদি বেঁচে যায় মার্কিনিদের প্রাণ, ক্ষতি কী? তবে, নিজের দেশের সুরক্ষাও তো জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *