ভারত-চিন ‘বড় সমস্যা’ মেটাতে নয়া কৌশল ট্রাম্পের! চাপ বাড়বে চিনের?

ভারত-চিন ‘বড় সমস্যা’ মেটাতে নয়া কৌশল ট্রাম্পের! চাপ বাড়বে চিনের?

ওয়াশিংটন: ভারত-পাক সংঘাতের আবহে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে মুখ পড়েছিল মুখ পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে৷ মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব খারিজ করে করে ভারতের তরফে জানানো হয়েছিল কড়া আবস্থান৷ এবার ইন্দো-চিন ইস্যুতে সতর্ক থেকে বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভারত-চিন সীমান্ত বিবাদের সমাধানে সাহায্য করাও আশ্বাস দিয়েছেন তিনি৷

ভারত-চিন সংঘর্ষের ঘটনায় ট্রাম্প জানিয়েছেন, ‘‘আমরা  খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি৷ ভারত-চিন বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়৷ আমরা ভারতের সঙ্গে কথা বলছি৷ চিনের সঙ্গে কথা হবে৷ বড়সড় সমস্যা তৈরি হয়েছে৷ সংঘাতে জড়িয়েছে দুই দেশ৷ আমরা দেখছি, এরপরে কী পরিস্থিতি তৈরি হয়৷ আমরা ভারতকে সাহায্য করার চেষ্টা করব৷’’

সীমান্ত উত্তেজনা নিয়ে এর আগে গত ২৭ মে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট৷  টুইটে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ‘‘আমরা ভারত-চিনকে বলছি, সীমান্ত বিতর্ক সমাধানে মধ্যস্থতা করতে পারে আমেরিকা৷’’ ভারত-চিন সীমান্ত উত্তেজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতিমধ্যেই ফোনে আলোচনা করেছেন ট্রাম্প৷ দাবি, মার্কিন প্রশাসনের৷ যদিও সেই দাবি উড়িয়ে দেয় নয়াদিল্লি৷ এরপর গত ২ জুন সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতার কথা হয় বলে খবর৷

গালওয়ান সংঘর্ষের ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন৷ মার্কিন বিদেশ সচিব চিনকে কড়া ভাষায় আক্রমণ করেন৷ যদিও, করোনা পরিস্থিতি নিয়ে আগেই আমেরিকার নেক নজরে রয়েছে চিন৷ এবার ভারত-চিন সংঘাত পর্বে ট্রাম্পের পদক্ষেপ, চিনের বিড়ম্বনা আরও বাড়াবে বলে মত পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =