সহিষ্ণুতা রক্ষার বার্তা দিলেন ট্রাম্প, সরব পাক সন্ত্রাস নিয়েও

সহিষ্ণুতা রক্ষার বার্তা দিলেন ট্রাম্প, সরব পাক সন্ত্রাস নিয়েও

e4de8ee74caeee57c2760e06e2460ff9

আহমেদাবাদ: ভারত মানে সর্ব ধর্মের দেশ। এই দেশে সব ধর্মের লোক বসবাস করে। এই দেশের ঐক্য ও সংহতি সারা বিশ্বের কাছে উদাহরণ। মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেছেন। ট্রাম্পের এই মন্তব্যকে রাজনৈতিকমহল বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। তাদের মতে ট্রাম্প ওই মন্তব্য করে ধর্মীয় সহিষ্ণতার বার্তা দিয়ে গেলেন।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়ষী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে টেক্সাসে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। আর সবরমতিতে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে আমায় স্বাগত জানানো হয়েছে। এটা আমার কাছে প্রাপ্তি, আমার কাছে সম্মানের। এই সর্ববৃহৎ স্টেডিয়ামে এসে নিজেকে ধন্য মনে করছি।’ ভারতকে নিয়ে তিনি যে গর্ববোধ করেন সে কথাও জানাতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট।

কথা বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়ন নিয়েও। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারতের বিশাল সংখ্যক মানুষ আজ ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে। ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ পরিষেবা। ভারতের অর্থনৈতিক ভিত আগের থেকে আরও মজবুত। এবং সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী মোদির দিনরাত কাজ করার ফলেই। মোদিকে ‘বন্ধু’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বন্ধু মোদির জন্য আমি গর্বিত।

কথা বলেছেন সন্ত্রাসবাদ নিয়েও। এই প্রসঙ্গে ভারত এবং আমেরিকা এক সঙ্গে কাজ করে চলেছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসে মদত দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। কথা বলেছেন, হিন্দি সিনেমা, ক্রিকেট নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *