অবশেষে ট্রাম্পের বোধোদয়! রাজঘাটের গান্ধী আওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট

অবশেষে ট্রাম্পের বোধোদয়! রাজঘাটের গান্ধী আওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট

নয়াদিল্লি: সবরমতী আশ্রমে ভিজিটার্সবুকে লিখতে গিয়ে ভুলে গেলেন গান্ধিজির নাম। শুধু উঠেছে 'কাছের বন্ধু' নরেন্দ্র মোদির তার জেরে বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি সামাল দিলেন দিল্লির রাজঘাটে এসে। জাতির জনকের আশ্রমে গিয়ে তার কথা ভুলে গেলেও,  ট্রাম্প তাঁর সমাধিতে এসে ভুললেন না গান্ধিজির কথা।

মঙ্গলবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধি ভ্রমণ করেন। সেখানে ভিজিটার্স খাতায় ট্রাম্প লেখেন, মহাত্মার গান্ধির দুর্দান্ত ভারতের পাশে সব সময় আমেরিকা প্রতিটি মানুষ। এটা খুব সম্মানের। ট্রাম্পের পাশাপাশি ভিজিটার্স খাতায় স্বাক্ষর করেন মেলানিয়া।

সোমবার সবরমতী আশ্রমে পৌঁছে জাতির জনকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও মোদী। ঘুরে দেখেন গোটা আশ্রম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরমতি আশ্রমের প্রত্যেকটি জায়গা ঘুরে দেখান। মার্কিন প্রেসিডেন্টকে ‘তিন বাঁদরের কিসসা’ বুঝিয়ে দিতেও দেখা যায় মোদিকে। খারাপ জিনিস দেখব না, খারাপ কথা বলব না, খারাপ কথা শুনব না- তিন বাঁদরের এই কাহিনীর অন্তর্নিহিত অর্থ ট্রাম্পকে বলেন মোদি। এরপরই ভিজিটর্স বুকে মোদীকে ‘দারণ বন্ধু’ হিসেবে উল্লেখ করে সবরমতী আশ্রম ঘুরিয়ে দেখানোর জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রায় আধঘন্টা সবরমতী আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প দম্পতি। এরপর মোতেরা স্টেডিয়ামের দিকে রওনা দেন ট্রাম্প। ভিজিটার্স বুকে কিন্তু মহাত্মা গান্ধীর বিষয়ে কিছুই লেখেননি মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + nineteen =