নয়াদিল্লি: অপেক্ষার আর মাত্র একদিন, ২৪ ফেব্রুয়ারি মহার্ঘ্য দুদিনের সফরে সপরিবারে ভারতের মাটিতে পা রাখছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর আগে শনিবার টুইটারে অমরেন্দ্র বাহুবলী রূপে তাঁর আবির্ভাব নেট দুনিয়ায় সারা ফেলেছে। জনপ্রিয় 'বাহুবলী' ছবির থিমে ৮১-সেকেন্ডের ওই ভিডিওটি ভিডিওটি Solmemes1 নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে মেলানিয়া এবং তার মেয়ে ইভানকা এবং ছেলে জুনিয়র ট্রাম্পকেও চিত্রিত করা হয়েছে। সেই ভিডিওটি রিটুইট করে ট্রাম্প লিখেছেন – “ভারতে আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য উদগ্রীব।”
ভিডিওটিতে বাহুবলী ছবির বিভিন্ন দৃশ্যের অংশ রয়েছে। যুদ্ধক্ষেত্র ট্রাম্পের মুখ, বাহুবলীর প্রভাসের মুখের ওপর বসানো হয়েছে, যিনি তরোয়াল, ধনুক, তীর এবং বর্শা হাতে শত্রুদের সেনাবাহিনীকে যুদ্ধের পরাস্ত করে গোলাপি পদ্মফুল হাতে এগিয়ে চলেছেন তাঁর অভ্যর্থনায় সুসজ্জিত মঞ্চে অপেক্ষারত মোদির উদ্দেশে। দৃশ্যে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া এবং তাঁর মেয়ে ইভানকাবিকে দেখা গেছে পদ্ম হাতে। একটি দৃশ্যে দেখা যাচ্ছে ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মহীষমতির বাসিন্দাদের খুশি মনে মিষ্টি বিতরণ করছেন নরেন্দ্র মোদী। ভিডিওটি শেষে বার্তা – 'ইউএসএ এবং ইন্ডিয়া ইউনাইটেড'। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এতটাই জনপ্রিয় হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে ৬ লক্ষ বার দেখা হয়েছে।
ভিডিওটি যে টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল, সেই Solmemes1 নিজের টুইটারের বায়োতে নিজেকে পুরষ্কারপ্রাপ্ত মেমেটিশিয়ান হিসাবে দাবি করেছেন। তিনি জিএফওয়াই বিশ্ববিদ্যালয়ের মিমোলজির অধ্যাপক। তিনি বলেছেন এটি সম্পূর্ণভাবে তাঁর নিজস্ব চিন্তাভাবনা। কারও বাস্তব জীবনের সাথে এর কোনও যোগসূত্র নেই। এর আগে, ২৩ শে জানুয়ারী, তিনি আরও একটি ৯৩-সেকেন্ডের 'জিও রে বাহু ট্রাম্প' ভিডিও তৈরি করেছিলেন। এতে মেলানিয়াকে শাড়িতে দেখা গেছে।
তবে এই মুহূর্তে ভারতে আসার প্রস্তুতি নিয়ে এতটাই ব্যস্ততা মে পশ্চিম আমেরিকায় ৪ দিনের নির্বাচনী প্রচার শেষ করে শনিবার হোয়াইট হাউসে ফিরে প্রকাশ্যে কারও সঙ্গে দেখা করেননি মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, সপ্তাহান্তে ওয়াশিংটনে নিয়মিত গল্ফ খেলারও সময় হয়নি।
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
এদিকে, ভারত সফরে এসে আগ্রায় তাজমহল দেখতে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু সেখানে বাঁদর-হনুমানের প্রচণ্ড উৎপাত। হনুমানদের তাণ্ডব থেকে ডোনাল্ড ট্রাম্পকে ‘রক্ষা’ করতে ৫টি লম্বা লেজযুক্ত ‘বাহুবলী’ হনুমানকে ‘নিয়োগ’ করা হয়েছে! তারা ট্রাম্পকে অন্যান্য হনুমানদের থেকে বাঁচাবে। মার্কিন রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রস্তুতিপর্ব চূড়ান্ত গুজরাত ও দিল্লিতে। তবে আহমেদাবাদে ট্রাম্পের মাত্র তিনঘন্টার সফরের জন্য শহরটিকে সাজিয়ে তুলতেই খরচের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি টাকা। যা ইতিমধ্যেই ভারতের আমজনতার কাছে সমালোচনার বিষয় হয়ে উঠেছে।