বিক্ষোভকারী মহিলা কৃষকদের পিষে দিল ট্রাক! ফের লখিমপুরের ছায়া

বিক্ষোভকারী মহিলা কৃষকদের পিষে দিল ট্রাক! ফের লখিমপুরের ছায়া

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনার স্মৃতি এখনও সবার রয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের অবস্থান বিক্ষোভ ঢুকে পড়েছিল মন্ত্রীর ছেলের গাড়ি। মৃত্যু হয়েছিল অনেকের। এবার ঠিক সেই একই রকমের ঘটনা ঘটলো রাজধানী দিল্লির অদূরে। এখানেও কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন মহিলা কৃষক। কিন্তু তাদের পিষে দিল দ্রুত গতিতে আসা একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। অবশ্য ভাবে এই ঘটনায় আবারো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে গত ১১ মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছে কৃষকরা। এদিন একটি ডিভাইডারের ওপর বসেছিলেন বেশ কয়েকজন মহিলা কৃষক যারা কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল ছিলেন। তারা অটোর জন্য অপেক্ষা করছিলেন সেখানে। কিন্তু হঠাৎ করেই সেখানে চলে আসে একটি দ্রুতগতির ট্রাক যেটি আচমকাই তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই দুজন মহিলার মৃত্যু হয়েছিল এবং একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ট্রাকের চালক পলাতক বলে জানা গিয়েছে। 

হরিয়ানার‌‌ টিকরি এলাকায় এরা সকলেই কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বিগত মাসগুলি ধরে।  দুর্ঘটনায় নিহত মহিলারা পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ট্রাকচালকের খোঁজ চালাচ্ছে সব জায়গায়। অনেকেই মনে করছেন যে এই ঘটনার পেছনে কোন না কোন ষড়যন্ত্র থাকতে পারে কারণ এই ধরনের ঘটনায় ইতিমধ্যে ঘটে গিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান এটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ট্রাক এবং যেহেতু এরা সকলেই ডিভাইডারে বসে ছিলেন তাই তাদের আলাদা করে কিছু করার ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =