Aajbikel

ধাবার ভিতর ঢুকে গেল ট্রাক! পিষে মৃত্যু ১০ জনের, জখম ২০

 | 
acci

মুম্বই: সময়টা দুপুর। রোজকারের মতো ধাবার ভিতরে খাওয়া দাওয়া করছিলেন অনেকেই। কিন্তু পরের ঘটনা যা ঘটল তা প্রতিদিন ঘটে না। আচমকা ধাবার ভিতর ঢুকে পড়ল একটি ট্রাক! ঘটনাস্থলেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আরও অন্তত ২০ জন গুরুতর আহত বলে খবর মিলেছে। মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার। 

সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ধাবার ভিতরে খাওয়া দাওয়া করা ছাড়া তার পাশে অনেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ প্রবল গতিতে ছুটে আসা একটি ট্রাক প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে ঢুকে পড়ে হাইওয়ের ধারের ওই ধাবার ভিতরে। ঘটনাস্থলেই পিষে যান অন্তত ১০ জন। পুলিশের তরফে জানান হয়েছে, ট্রাকের গতিবেগ অত্যন্ত বেশি ছিল এবং কার্যত চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ট্রাকটি মধ্য প্রদেশ থেকে আসছিল। গন্তব্য ছিল ধুলে।  

পুলিশ আরও জানিয়েছে, ট্রাকের ব্রেক ফেল হয়ে গিয়েছিল বলেও তারা জানতে পেরেছে। গতি বেশি এবং ব্রেকের সমস্যা, তার জেরেই মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে ট্রাকটি। শিরপুর এবং ধুলের হাসপাতালে আপাতত আহতদের ভর্তি করানো হয়েছে। আর মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ার একটা আশঙ্কাও আছে। 

Around The Web

Trending News

You May like