বিরোধী ‘ঐক্য’ অধরাই! মমতার ডাকা বৈঠকে থাকছে না টিআরএস-আপ

বিরোধী ‘ঐক্য’ অধরাই! মমতার ডাকা বৈঠকে থাকছে না টিআরএস-আপ

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে জোটবদ্ধ করতে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এবারও হয়তো অধরাই ঐক্য! কারণ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে দুই বিজেপি বিরোধী দলের ‘অনুপস্থিতি’ ঘিরে এই সম্ভাবনাই মাথাচড়া দিয়েছে। আজ দিল্লিতে মমতার ডাকা বিরোধী শিবিরের বৈঠকে যোগ দেবে না কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।

কিন্তু, মমতার বৈঠক এড়ানোর নেপথ্য কারণ কী? জানা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে ‘অনিচ্ছুক’ টিআরএস। অন্যদিকে, আপের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হচ্ছেন তা দেখেই এ বিষয়ে বিচার-বিবেচনা করবে দল৷’

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের রণকৌশল নির্ধারণে বুধবার বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠক মমতা ডাকায় এতে খানিকটা ‘দ্বিধা’ ও ‘অস্থিরতা’ তৈরি হয় কংগ্রেসের অন্দরে, এমনই দাবি বিরোধী শিবিরের একাংশের। যদিও তৃণমূলনেত্রীর ডাকা বৈঠকে তারা যোগ দেবে বলে মঙ্গলবারই স্পষ্ট করেছেন কংগ্রেস নেতৃত্ব।