বাঁকুড়া: ভাইফোঁটায় বোনের বাড়িতে গিয়ে ফোঁটা নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শনিবাসরীয় দুপুরে দিদি সুমিতা চৌধুরীর বাঁকুড়া শহরের চাঁদমারীডাঙ্গার বাড়িতে গিয়ে ফোঁটা নেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের দিদি সুমিতা চৌধুরী ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘‘হাজারও ব্যস্ততার মাঝেও ভাই বাড়িতে এসে ফোঁটা নিয়ে গেল, খুব ভালো লাগছে৷’’ কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, ‘‘এই দিনটার জন্য সমস্ত ভাইয়েরাই অপেক্ষা করে থাকে। বোনেদের প্রার্থনার জোরে এই দিনেই ভাইয়েরা মহাশক্তিমান হয়ে ওঠে৷’’ পরে মন্ত্রী সুভাষ সরকার শহরের রামপুরের শারীরিক প্রতিবন্ধী বোনেদের এক ভাইফোঁটা উৎসবে যোগ দেন। প্রতিবন্ধী বোনেদের হাত থেকেও ফোঁটা নেন তিনি।
অন্যদিকে শনিবার ভাইফোঁটার আনন্দে মেতে উঠলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজের সরকারি বাস ভবনে বোনদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন বিপ্লব৷ রাজধানী আগরতলার মুখ্যমন্ত্রীর নিজ সরকারি বাসভবনে ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানে বোনেরা গিয়ে মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দেন। মিষ্টি মুখ করান। মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দিতে ইচ্ছুক বোনেরা সকাল থেকেই পৌঁছে গিয়েছিলেন আগরতলায় মুখ্যমন্ত্রীর নিজ সরকারি বাসভবনে। সেখানেই মুখ্যমন্ত্রীকে ফোঁটা দিয়েছেন তারা।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শুভ ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে সকল দিদি ও বোনদের তিনি প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন ভাতৃ দ্বিতীয়ায় ভাই-বোনের সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয়। অন্যদিকে বোনেরাও তাঁকে করেছেন আর্শীবাদ৷ মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন তাঁরা৷