করোনা মুক্ত নয় ত্রিপুরা, আক্রান্ত অ্যাম্বুল্যান্স চালক

করোনা মুক্ত নয় ত্রিপুরা, আক্রান্ত অ্যাম্বুল্যান্স চালক

82eeea4d5b83184d8e6c7fd438259d95

আগরতলা: ত্রিপুরায় নোভেল করোনা ভাইরাসে ফের একজন আক্রান্ত হলেন৷ এক অ্যাম্বুল্যান্স চালকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ কয়েকদিন আগেই ত্রিপুরাকে করোনামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল৷  কিন্তু ত্রিপুরা যে করোনা মুক্ত হয়নি, আক্রান্তের সন্ধান পাওয়ায় তা ফের প্রমাণিত হয়ে গেল৷

জানা গিয়েছে, সম্প্রতি তামিলনাড়ু  থেকে ত্রিপুরা আসেন এক অ্যাম্বুল্যান্স চালক৷ ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন,  ওই অ্যাম্বুল্যান্স চালকের শরীরে উপসর্গ দেখা গেলে পরীক্ষা করা হয়৷ রিপোর্ট পজেটিভ হয়৷  অ্যাম্বুল্যান্স চালক পাঁচ জনকে তামিলনাড়ু থেকে ত্রিপুরা নিয়ে এসেছিলেন৷ তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে,  ওই চালক আর কার কার সংস্পর্শে এসেছিলেন, তাঁর খোঁজ চালানো হচ্ছে৷ ত্রিপুরায় নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মেলায় উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ ত্রিপুরার স্বাস্থ্যদপ্তর আশঙ্কা করেছেন, লকডাউন উঠে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে৷   

লকডাউনের জেরে অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে গিয়েছেন৷ কিন্তু তাঁরা লকডাউন উঠে গেলে বাড়ি ফিরে আসবেন৷ পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলে নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দেবে৷ ত্রিপুরা সরকার মনে করছে, একসঙ্গে অনেক বাসিন্দা করোনায় আক্রান্ত হলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *