নয়াদিল্লি: সংসদে নাগরিকত্ব বিল এনেছে মোদি সরকার৷ বিল নিয়ে আলোচনা শুরুতেই প্রতিবাদে সরব হলেন তৃণমূল সাংসদরা৷ মঙ্গলবার সংসদ শুরুর আগেই হাতে লাঠি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন তৃণমূল৷ মোদির মুখোশ পরে প্রতিবাদ করেন তাঁরা৷ সংসদে বিল নিয়ে আলোচনা শুরু হতেই স্লোগান তুলতে থাকেন তৃণমূল সাংসদরা৷
তৃণমূল সাংসদের দাবি, এই বিলটি বিভাজনের উদ্দেশ্যে সরকার আনতে চাইছে৷ বাঙালি খেদাওয়ের পরিকল্পনা করেছে মোদি সরকার৷ তাই বিলটি প্রত্যাহার করার দাবি সহ প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা৷ এদিন সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দেখান তাঁরা৷ একইসঙ্গে বিলটি লোকসভায় পেশ করার সময়ই হল্লা করেন৷ নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের করে কংগ্রেস, এসপি, আরজেডি, আপ সহ অন্য বিরোধী দলগুলিও৷
All India Trinamool Congress (TMC) MPs protest against the Citizenship Amendment Bill, 2016 in the Parliament premises. pic.twitter.com/jlww8BjFfO
— ANI (@ANI) January 8, 2019