বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ২ সাংসদ? ফোনে দিল্লির নেতার কথা! পাল্টা শর্ত

কলকাতা: বাংলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ রাখাচ্ছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক৷ ২৩ মে ফল প্রকাশের পর তৃণমূলের বহু বিধায়ক দলবদল করবেন৷ মোদির এই ভবিষ্যবাণী মিলে যাওয়ার প্রবল আশঙ্কা প্রকাশ করল সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যম৷ তাদের দাবি, ফল ঘোষণার পরেই ফোনে বিজেপির এক বড় নেতার সঙ্গে কথা বলেছেন তৃণমূলের দুই বর্তমান সাংসদ

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ২ সাংসদ? ফোনে দিল্লির নেতার কথা! পাল্টা শর্ত

কলকাতা: বাংলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ রাখাচ্ছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক৷ ২৩ মে ফল প্রকাশের পর তৃণমূলের বহু বিধায়ক দলবদল করবেন৷ মোদির এই ভবিষ্যবাণী মিলে যাওয়ার প্রবল আশঙ্কা প্রকাশ করল সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যম৷ তাদের দাবি, ফল ঘোষণার পরেই ফোনে বিজেপির এক বড় নেতার সঙ্গে কথা বলেছেন তৃণমূলের দুই বর্তমান সাংসদ পদপ্রার্থী! বিজেপির একটি সূত্রকে উদ্ধৃতি করে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, দলে নাম লেখানোর জন্য ওই দুই নেতাকে বেশ কিছু শর্ত দিয়েছে বিজেপি৷

খবরে প্রকাশ, বুথ ফেরত সমীক্ষার ফল দেখে দিল্লির বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন দুই তৃণমূল সাংসদ! বিজেপির ওই শীর্ষ নেতার কাছে তাঁরা জানাতে চান, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিলে কতটা গুরুত্ব পারেন তাঁরা৷ জবাবে তাঁদের আশ্বস্তও করা হয়৷ তবে, দেওয়া হয় শর্ত৷

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ২ সাংসদ? ফোনে দিল্লির নেতার কথা! পাল্টা শর্তকী সেই শর্ত? প্রকাশিত ওই সংবাদমাধ্যমের দাবি, তাঁরা যদি জেতেন, বিজেপিতে যোগ দিতে চান, তাহলে তা ২৩ মে করতে হবে৷ তবে, দিল্লি নয়, বরং কলকাতার বিজেপি অফিসে হাজির হয়ে সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব সারতে হবে৷

দিল্লির পথ মসৃণ করতে ফলপ্রকাশের পরই তৃণমূল শিবিরে ভাঙন ধরানো এখন বিজেপি পাখির চোখ৷ তবে, এই কাজে কতটা সফল হবে গেরুয়া শিবির? ঘোড়া কেনা বেচার আসর দেখতে মুখিয়ে এখন বাংলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =