মুকুলে হাতে ফের ভাঙল তৃণমূল, বিজেপিতে যোগ ৩ বিধায়কের

নয়াদিল্লি: প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়৷ মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ শুভ্রাংশু ছাড়া বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম দেবেন্দ্র রায়ও বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ১৭জন কাউন্সিলারও বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া নৈহাটি পুরসভার

মুকুলে হাতে ফের ভাঙল তৃণমূল, বিজেপিতে যোগ ৩ বিধায়কের

নয়াদিল্লি: প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়৷ মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ শুভ্রাংশু ছাড়া বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম দেবেন্দ্র রায়ও বিজেপিতে যোগ দিয়েছেন।

এছাড়া কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ১৭জন কাউন্সিলারও বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া নৈহাটি পুরসভার ২৯জন কাউন্সিলরও বিজেপিতে যোগ দিলেন। এর ফলে এই তিন পুরসভা বিজেপির হাতে চলে গেল৷ কাঁকড়াপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার ৫০জন কাউন্সিলর যোগ দিলেন গেরুয়া শিবিরে। কাঁচড়াপাড়া পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন, হালিশহর পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন ও নৈহাটি ৩১জনের মধ্যে ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। ছিলেন, পুরপ্রধানও। এরফলে এই পুরসভাগুলি তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে চলে গেল। একই সঙ্গে তৃণমূলের অনেক নেতা-কর্মীও এদিন বিজেপিতে যোগ দেন। এদিন সাংবাদিক বৈঠক করে মুকুল রায় বলেন, ‘‘আমরা ৭-৮টি পুরসভা দখল করতে চলেছি৷ বাংলার যা পরিস্থিতি, তাতে সবাই তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিচ্ছে৷’’ কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা আগেই দাবি করছেন, জুন মাসের মধ্যেই বড় ধস নামবে তৃণমূলে। সাংবাদিক বৈঠকে, বিজেপি নেতা মুকুল রায় বলেন, রাজ্যে তৃণমূলের সন্ত্রাস, তোলাবাজির অভিযোগে বিতশ্রদ্ধ হয়ে দলবদলে বাধ্য হয়েছেন কাউন্সিলররা।

অন্যদিকে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের ভাঙন তৃণমূলে। আজ মঙ্গলবার কলকাতায় ভাটপাড়া পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলার যোগ দিলেন বিজেপিতে। এর ফলে ওই পুরসভায় বিজেপি কাউন্সিলারের সংখ্যা দাঁড়াল ২৩ জন। আজ এ প্রসঙ্গে বিজেপি নব নির্বাচিত সংসদ সদস্য অর্জুন সিং জানান, এবার বিজেপি পুরবোর্ড গঠন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =