ইনকামিং কলে চূড়ান্ত সময়সীমা বেধে দিল ট্রাই

নয়াদিল্লি: ফের মোবাইল গ্রাহকদের জন্য নয়া বিধি চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই৷ নিয়ন্ত্রক সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে মোবাইলের ইনকামিং কলের রিং হবে ৩০ সেকেন্ড৷ ল্যান্ডলাইনের ক্ষেত্রে তা ধার্য করা হয়েছে ৬০ সেকেন্ড৷ কিন্তু, নয়া এই ব্যবস্থায় মিসড কলের প্রবণা বাড়বে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০

ইনকামিং কলে চূড়ান্ত সময়সীমা বেধে দিল ট্রাই

নয়াদিল্লি: ফের মোবাইল গ্রাহকদের জন্য নয়া বিধি চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই৷ নিয়ন্ত্রক সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে মোবাইলের ইনকামিং কলের রিং হবে ৩০ সেকেন্ড৷

ল্যান্ডলাইনের ক্ষেত্রে তা ধার্য করা হয়েছে ৬০ সেকেন্ড৷ কিন্তু, নয়া এই ব্যবস্থায় মিসড কলের প্রবণা বাড়বে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০ বা ৬০ সেকেন্ডের মধ্যে ফোন না ধরা গেলে কলটি বিচ্ছিন্ন হয়ে যাবে৷ শুক্রবার টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, টেলিফোন পরিষেবায় সংশোধন দ্রুত কার্যকর করা হবে৷

ট্রাই জানিয়েছে, এতদিন পর্যন্ত ইনকামিং কলের কোনও রিং টাইম নির্দিষ্ট করা ছিল না৷ ভুয়ো নম্বর সংক্রান্ত এয়ারটেল ও ভোডাফোনের বিরুদ্ধে রিলায়েন্স জিও অভিযোগের ভিত্তিতে ট্রাই এই নির্দেশ দিয়েছে বলে খবর৷ ট্রাইয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন টেলিকম সংস্থা যাতে তাদের গ্রাহকদের মধ্যে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারে সেকারণেই ইনকামিং কলের টাইমিং বেঁধে দেওয়া হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =