করোনার বিরুদ্ধে নিঃশব্দ বিপ্লব ভারতীয় রেলের, পৌঁছে দিচ্ছে চিকিৎসার সরঞ্জাম

করোনার বিরুদ্ধে নিঃশব্দ বিপ্লব ভারতীয় রেলের, পৌঁছে দিচ্ছে চিকিৎসার সরঞ্জাম

নয়াদিল্লি: সারা ভারতে লকডাউন চলছে৷ এই পরিস্থিতিতে  ১,১৫০ টন  চিতিৎসার সরঞ্জাম  দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিল ভারতীয় রেল৷  চিকিৎসার সরঞ্জামের মধ্যে রয়েছে মাস্ক, ওষুধ, হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম৷

করোনা সঙ্কটের সময় এই ধরনের সরঞ্জাম  অত্যন্ত  প্রয়োজনীয়৷ করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে. ৪০০ টন উত্তর রেলবিভাগ, ৩২৮ টন পশ্চিম রেল দপ্তর এবং মধ্যরেলওয়ে  ১৩৬ টন হাসপাতালের সরঞ্জাম বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে৷ সম্প্রতি রেল আহমেদাবাদ থেকে আজমেরেতে একটি অটিস্টিক শিশুর ওষুধ ও এই ধরনের বেশ কিছু ওষুধ পৌঁছে দিয়েছে বলে জানা গিয়েছে৷

রেল দপ্তরের তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ এই বিবৃতিতে জানানো হয়েছে, দেশে সঙ্কটের সময় রেল সাধারণ মানুষের পাশে রয়েছে৷ একটি অটিস্টিক শিশুর জন্য উটের দুধ আজমের থেকে মুম্বইয়ে পৌঁছে দেওয়া হয়েছে৷ ওই শিশুটির বাবা-মা সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গিয়েছে৷ পাশাপাশি আজমেরে একটি অটিস্টিক শিশু গুরুতপ অসুস্থ হয়ে পড়ে৷ ওই শিশুটির জন্য আহমেদাবাদ থেকে রেল আজমেরে ওষুধ পাঠিয়েছে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন১৫৫৩ জন৷ করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৬ জন বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ এর ফলে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,২৫৬৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৩৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাডিয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৩৷ তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২,৫৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে করোনায় দেশের পরিবেশ সব থেকে খারাপ হবে৷ তার পর আস্তে আস্তে পরিবেশ আস্তে আস্তে ভালো হবে বলে জানা গিয়েছে৷

ভারতে করোনায় মহারাষ্ট্রের অবস্থা সব থেকে খারাপ৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এরপরেই রয়েছে দিল্লি৷ দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ভারতে তামিলনাড়ুতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৮০ শতাংশ করোনা আক্রান্ত নিজামুদ্দিন সম্পর্কিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =