করোনা লড়াইয়ে সামিল এবার বৃহন্নলারা, পথে নেমে চলছে কর্মযজ্ঞ

করোনা লড়াইয়ে সামিল এবার বৃহন্নলারা, পথে নেমে চলছে কর্মযজ্ঞ

চেন্নাই:  করোনা পরিস্থিতিতে সমাজ সচেতনতায় এবার এগিয়ে এলেন বৃহন্নলারা৷ সমাজের কাছে যাঁরা এতদিন ব্রাত্য ছিলেন, তাঁরাই বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত৷ চেন্নাইয়ের বৃহন্নলা সম্প্রদায়ের মানুষরা সরকার ও কর্পোরেশনের সঙ্গে হাত মিলিয়ে সক্রিয়ভাবে নেমে পড়লেন করোনা বিরোধী লড়াইয়ে৷ 

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে স্ক্রিনিংও করছেন তাঁরা৷ তামিলনাড়ুর একাধিক সংক্রমিত এলাকায় সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন এই বৃহন্নলা সম্প্রদায় ও তাঁদের এনজিও৷ শহরের ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলিতে গিয়ে অবিরাম কাজ করে চলেছেন তাঁরা৷ সারা দেশের মধ্যে চেন্নাইতেই প্রথম, যেখানে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মোকাবিলায় কাজ শুরু করেছেন বৃহন্নলা সম্প্রদায়৷ 

চেন্নাই কর্পোরেশন সঙ্গে যৌথভাবে একাধিক কাজের দায়িত্ব পালন করে চলেছেন তাঁরা৷ পথে নেমে আট ঘণ্টা কাজ করছেন এই বৃহন্নলারা৷ ১০০ দিনের এই কর্ম প্রকল্পে মাসে ১৫ হাজার টাকা করে বেতনও দেওয়া হচ্ছে তাঁদের৷ পাশাপাশি দেওয়া হচ্ছে সকালের জলখাবার এবং মধ্যাহ্নভোজ৷ 

এনজিও সাহোদরানের জেনারেল ম্যানেজার জয়া বলেন, ‘‘আমরা প্রাথমিকভাবে তাঁদের তিনটি কাজ দিয়েছি৷ প্রথমত, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, দ্বিতীয়ত, রোগ প্রতিরোধ এবং তৃতীয়ত হল, নিয়ন্ত্রণ৷ পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে৷ যেমন বারবার হাত ধোওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা এবং সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিষয়গুলি মানুষকে বোঝানো হচ্ছে৷ আমরা দলে দলে বিভিন্ন এলাকায় গিয়ে লাউডস্পিকারের মাধ্যমে প্রচার চালাচ্ছি৷ আবার ব্যক্তিগতভাবেও মানুষের সঙ্গে কথা বলছি৷’’ 

সচেতনতার পাশাপাশি বৃহন্নলারা একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বিনামূল্যে জামা-কাপড়, মাস্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমা বৃদ্ধিকারী পানীয় বিতরণও করছেন৷ ব্যক্তিগতভাবে তাঁরা প্রায় ১৫০টি বাড়িতে গিয়ে সার্ভে করছেন৷ জ্বর বা অন্য কোনও উপসর্গ রয়েছে কিনা, সে বিষয়ে খোঁজ নিচ্ছেন৷ কারোর মধ্যে উপসর্গ দেখা দিলে নিকটবর্তী ক্লিনিক বা হেলথ সেন্টারে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শও দেওয়া হচ্ছে৷ জয়া বলেন, ‘‘সম্প্রতি একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে৷ নাচ, নাটক এবং গল্পের মাধ্যমে সচেতনা বৃদ্ধির কাজ শুরু করেছি আমরা৷ প্ল্যাকার্ড হাতে স্লোগান দেওয়া হচ্ছে৷ জাতীয় স্তরে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া বৃহন্নলারাও এই অভিযানে সামিল হয়েছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =