রেললাইনেই থমকে যাত্রীবাহী ট্রেন, ৩৫,০০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা রেলের

রেললাইনেই থমকে যাত্রীবাহী ট্রেন, ৩৫,০০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা রেলের

নয়াদিল্লি: করোনা প্যান্ডেমিকের জেরে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচলা৷ দূরপাল্লার সামান্য কিছু ট্রেন চললেও, সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা৷ যার ব্যাপক প্রভাব পড়েছে রেলের উপার্জনে৷ চলতি অর্থবর্ষে যাত্রী বিভাগ থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হবে বলে মনে করছে রেলে৷

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব  একটি ওয়েব কনফারেন্সে সাংবাদিকদের বলেন, ‘‘গত বছর যাত্রী বিভাগ থেকে রেলের আয় হয়েছিল ৫০ হাজার কোটি টাকা৷ সেই তুলনায় এই বছর যাত্রী খাতে রেলের উপার্জন মাত্র ১০ থেকে ১৫ শতাংশ৷’’ করোনা পরিস্থিতিতে সারা দেশের বিভিন্ন রুটে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে মাত্র ২৩০টি ট্রেন চালাচ্ছে রেল৷ অথচ করোনা সংক্রমণের আগে সারা দেশে মেল, এক্সপ্রেস এবং শহরতলি মিলিয়ে প্রতিদিন ১৩ হাজারেরও বেশি ট্রেন ছুটত রেললাইন ধরে৷ যাদব বলেন, ‘‘যাত্রীবাহী ট্রেনের চাহিদা নিয়ে আমরা উদ্বিগ্ন৷ ভবিষ্যতে কী ভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা এখনও জানা নেই৷’’

যাত্রী বিভাগ থেকে উপার্জন কমায় পণ্য পরিবহনণের উপরেই এখন বেশি জোড় দিচ্ছে এশিয়ার প্রাচীনতম রেল৷ যাদব বলেন,‘‘পণ্য পরিবহণের লক্ষ্যটি এমন ভাবে স্থির করা হয়েছে যে, যাত্রী বিভাগ থেকে যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা পণ্য পরিবহণের মাধ্যমে পূরণ করা হবে৷’’  তবে পণ্য পরিবহণ করে রেলের কতটা উপার্জন হবে, তা জানাননি যাদব৷ 

২০২০-২১ অর্থবর্ষের জন্য এই বছর বাজেটে ১,২৬৫ মিলিয়ন টন পণ্য পরিবহণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল৷ চলতি বছর পণ্য পরিবহণ থেকে উপার্জনের লক্ষ্যমাত্রা ছিল ১.৪৭ লক্ষ কোটি টাকা৷ অন্যদিকে, যাত্রীবাহী ট্রেন থেকে ৬১ হাজার কোটি টাকা আয় হবে ধরা হয়েছিল৷ তবে এখ কঠিন পরিস্থিতির মধ্যেও পরিকাঠামোর উন্নয়ন, পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং নীতি নির্ধারণের মাধম্যে আগের বছরের তুলনায় এই বছর পণ্য পরিবহণ ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশাবাদী যাদব৷

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *