করোনার ধাক্কায় বাতিল একগুচ্ছ ট্রেন, ১ এপ্রিল পর্যন্ত লাটে পরিষেবা

করোনার ধাক্কায় বাতিল একগুচ্ছ ট্রেন, ১ এপ্রিল পর্যন্ত লাটে পরিষেবা

 

নয়াদিল্লি: এবার করোনার প্রভাব পড়ল রেলে৷ বাতিল করা হল একগুচ্ছ ট্রেন৷ ১৮ মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত বিভিন্ন জোনের ৮৫টি ট্রেন বাতিল করা হয়েছে৷ রেলমন্ত্রকের এক বর্ষীয়ান আধিকারিক জানান, একের পর এক রাজ্য থেকে করোনা আক্রান্তের খবর মিলছে৷ যার প্রভাব পড়েছে রেলেও৷ ব্যাপক হারে টিকিট বাতিল করছেন যাত্রীরা৷ যার জেরে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক৷

অন্যদিকে, প্রয়োজন ছাড়া ট্রেন সফর নয়, বারবার সতর্ক করেছে কেন্দ্র৷ ট্রেন বাতিলের পিছনে এটিও একটি অন্যতম কারণ৷ আগামী এক সপ্তাহের মধ্যে যাঁদের দূরপাল্লার টিকিট কাটা আছে,তাঁদের রেলের ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ করা হয়েছে৷ কারণ, যে কোনও মুহূর্তে যে কোনও ট্রেন বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে৷

এই বাতিলের তালিকায় রয়েছে একাধিক মেল ট্রেন৷ বাতিল করা হয়েছে রাজধানী এক্সপ্রেসও। রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৮৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। মধ্য রেলওয়ে ২৩টি ট্রেন বাতিল করেছে। দক্ষিণ মধ্য রেল ২৯টি, পশ্চিম রেল ১০টি, উত্তর রেলওয়ে পাঁচটি, উত্তর-পশ্চিম রেলওয়ে চারটি, ইস্ট কোস্ট রেলওয়ে পাঁচটি এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৯টি ট্রেন বাতিল করেছে।

অন্যদিকে, ভিড় কমাতে দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছে রেল৷ স্টেশন চত্বরে অযাচিত ভিড় রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই রেল আধিকারিক৷

মুম্বই, ভদোদরা, আহমেদাবাদ, রতলাম, রাজকোট এবং ভাবনগরে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছে পশ্চিম রেল৷ মধ্য রেলও ১৭৪টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করেছে৷ অন্যদিকে, ইস্টার্ন রেলওয়ে ১০টি প্ল্যাটফর্মে এই নিয়ম লাগু করেছে৷

শুধু ট্রেন বাতিল বা প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোই নয়,  করোনা সংক্রমণ রুখতে আরও কিছু পদক্ষেপ করেছে রেল। ইতিমধ্যেই বাতানুকুল কামরায় যাত্রীদের কম্বল দেওয়া বন্ধ করা হয়েছে। তুলে নেওয়া হয়েছে পর্দা। এছাড়াও রেলের খাবারের মান বজায় রাখতে ক্যাটারিং কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + thirteen =