কাল থেকে শুরু দূরপাল্লা ট্রেন পরিষেবা, ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের সমান

কাল থেকে শুরু দূরপাল্লা ট্রেন পরিষেবা, ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের সমান

নয়াদিল্লি: করোনা প্রাদুর্ভাবের জেরে লকডাউনের ফলে বিগত ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল যাত্রীবাহী রেল পরিষেবা। ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে তার আগে ১২মে থেকেই পর্যায়ক্রমে যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার পরিকল্পনা শুরু করে দিল রেল। রবিবার টুইট করে এই পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১৫ টি ট্রেন (আপ-ডাউন সহ ৩০ টি ট্রেন) নির্বাচিত রুটে চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি নয়াদিল্লি রেলস্টেশন থেকে চলবে এবং ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দেবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মধ্য মুম্বই, আহমেদাবাদ এবং জম্মু-তওয়াই যাবে।

এই ১৫ জোড়া ট্রেনের পরে অন্যান্য রুটেও বিশেষ ট্রেন চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। করোনা কেয়ার সেন্টার হিসাবে প্রায় ২০,০০০ কোচ সংরক্ষণের পর এবং প্রবাসী শ্রমিকদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রায় ৩০০ 'শ্রমিক স্পেশাল' ট্রেন চালানোর পর বাকি কোচের সংখ্যার ভিত্তিতে অন্যান্য রুটে যাত্রী পরিষেবা দেওয়া হবে। এই ট্রেনগুলিতে আসন সংরক্ষণের জন্য বুকিং শুরু হবে ১১ মে বেলা ৪টে থেকে। বুকিং করা যাবে শুধুমাত্র আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমেই  (https://www.irctc.co.in/)। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি উল্লেখ করে পিআইবির তরফে জানানো হয়েছে, মাস্ক ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেওয়া হবে না৷ স্টেশনে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং হবে৷ কোন রকম উপসর্গ থাকলে ট্রেন যাত্রা বাতিল করা হবে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সাধারণ কামরা বাদে ট্রেনগুলোতে কেবলমাত্র এসি কোচ থাকবে৷ যাত্রাপথে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে দাঁড়াবে ট্রেন৷ ট্রেনগুলির ভাড়া রাজধানী এক্সপ্রেসের সমান হবে৷