মুম্বই: মর্মান্তিক বললেও সম্ভবত কম বলা হয়৷ দীর্ঘ লকডাউনের জেরে পা হেঁটে বাড়ি ফেরার পথে বেঘোরে প্রাণ গেল ১৬ জন শ্রমিকের৷ মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের মালগাড়িতে পিষে শ্রমিক মৃত্যুর ঘটনায় গোটা দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে৷
মহারাষ্ট্র ঔরঙ্গাবাদের কাছে মর্মান্তিক দুর্ঘটনা৷ শ্রীরঙ্কাবাদে মালগাড়িতে পিষে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ রেললাইনের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা৷ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় রেল লাইনে ঘুমিয়ে পড়েন পরিযায়ী শ্রমিকরা৷ গভীর ঘুমের মধ্যেই ভোর ৪টের নাগাদ শ্রমিকদের পিষে দেয় মালগাড়ি৷
জানা গিয়েছে, রেললাইন ধরে ঔরঙ্গাবাদ থেকে ছত্রিশগড়ে ফেরার চেষ্টা করছেন তাঁরা৷ স্থানীয় একটি কারখানায় কাজ করতেন ওই শ্রমিকরা৷ দীর্ঘ লকডাউনের জেরে গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায় বাধ্য হয়ে রেললাইনে ধরে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন কুড়ি-পঁচিশ জনের একটি দল৷ দীর্ঘ পথ পায়ে হেঁটে চলার সময় ক্লান্ত হয়ে পড়েন তাঁরা৷ রাতে রেল লাইনে বিশ্রাম নেন তাঁরা৷
At around 5:15 am, unfortunately a freight train ran over some people which lead to the death of 16 labourers. We are looking in to the matter: Mokshada Patil, SP Aurangabad #Maharashtra pic.twitter.com/GJaavisRv4
— ANI (@ANI) May 8, 2020