ওড়িশা: ফের দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত হল ভুবনেশ্বর-লোকমান্য তিলক এক্সপ্রেস। সকাল সাতটা নাগাদ কটকের রেঙ্গুন্ডি স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহত হয়েছেন ট্রেনের চালক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে একটি মেডিক্যাল টিম।
জানা গিয়েছে, একটি মালগাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে এই এক্সপ্রেস ট্রেনটি। এই ধাক্কার জেরে রেল লাইন থেকে ট্রেনে চাকা ছিটকে যায়। ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, ট্রেনটি মুম্বই থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। কিন্তু মাঝরাস্তায় ঘটে যায় এই বিপত্তি। দুটি ট্রেনের ধাক্কার বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকেরা। আসে নিরাপত্তারক্ষীরাও। শুরু হয় উদ্ধার কাজ।
অন্যদিকে এই দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনকে অন্যরুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পরেই রেলের তরফে একটি হেললাইন নম্বরও খোলা হয়েছে, সেটি হল ১০৭২।কিন্তু ফের একবার যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় ব্যাপক ক্ষুধ্ব যাত্রীরা। তাঁদের বক্তব্য, রেলের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে ঠিকই কিন্তু নিরাপত্তা কি বাড়ছে? রেলে যাতায়াত এই মুহূর্তে সুরক্ষিত তো ?