নয়াদিল্লি: টেলিভিশন প্রেমীদের জন্য সুখবর৷ গ্রাহকদের নতুন বছরের উপহার স্বরূপ বড়সড় ছাড় ঘোষণা করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (টিআরআই)৷
বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে ট্রাই৷ ট্রাই-এর নতুন নিয়ম অনুসারে, আগামী ১ মার্চ থেকে গ্রাহকরা ১৩০ টাকায় (শুল্ক ছাড়াই) কমপক্ষে ২০০টি 'ফ্রী টু এয়ার' চ্যানেল দেখতে পাবেন৷ বর্তমানে, ১৩০ টাকায় কেবলমাত্র ১০০ টি চ্যানেল উপলব্ধ ছিল৷ ট্রাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেবল অপারেটররা সমস্ত 'ফ্রি টু এয়ার' চ্যানেলগুলির জন্য প্রতি মাসে ১৬০ টাকার বেশি দাম নিতে পারবে না৷ আবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক কর্তৃক বাধ্যতামূলক চ্যানেল গুলিকে এই চ্যানেলগুলির অন্তর্ভুক্ত করা যাবে না৷ দূরদর্শনের সঙ্গে যুক্ত এই জাতীয় ২৬টি চ্যানেল আছে৷
বুধবার প্রকাশিত কেবল অপারেটরদের জন্য নতুন শুল্ক নীতিতে ট্রাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনও কেবল অপারেটর তার প্ল্যাটফর্মের কোনও একটিতে সমস্ত ফ্রি টু এয়ার চ্যানেলগুলির জন্য মাসে ১৬০ টাকার বেশি চার্জ নিতে পারবে না৷ এছাড়া, ১২ টাকা মূল্যের বেশি সমস্ত টিভি চ্যানেলগুলির কোনও গ্রুপ থাকবেনা ৷ গ্রাহকরা নিজের পছন্দমত এই চ্যানেলগুলি আলাদাভাবে নিতে পারবে৷
ফলে সস্তা টিভি চ্যানেলগুলি যারা দেখছেন তাদের অনেকটাই স্বস্তি মিলবে, কারণ এতদিন কেবল অপারেটররা চ্যানেলের গ্রুপের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করত সেখানে কোন গ্রাহক বিশেষ কোন চ্যানেল দেখতে না চাইলেও গ্রুপের আওতায় সেই চ্যানেলগুলিকে রাখতে বাধ্য হতো৷ অর্থাৎ না চাইলেও কয়েকটি পছন্দের চ্যানেলের জন্য বাধ্য হয়ে বেশ কয়েকটি অপছন্দের চ্যানেলেও রাখতে হতো৷ তবে যেসমস্ত চ্যানেলগুলির দাম ১২ টাকা বা তার চেয়ে কম, সেক্ষেত্রে আলাদা আলাদা গ্রুপ করা যাবে৷
২০১৯-এ গ্রাহকদের সুবিধার্থে কেবল অপারেটরদের জন্য ট্রাই একটি নতুন শুল্ক ব্যবস্থা চালু করেছিল যেখানে দর্শকরা যে চ্যানেলগুলি দেখতে চায় কেবলমাত্র তার জন্যই টাকা দেবে৷ এর জন্য বিভিন্ন চ্যানেলের আলাদা মূল্য নির্ধারণ করে একটি ট্যারিফ-ও তৈরি করা হয়েছিল৷
ট্রাই এর নতুন নির্দেশিকা মেনে এখন থেকে চ্যানেলে ছাড় দেওয়ার পাশাপাশি একাধিক কেবল কানেকশন নেওয়ার ক্ষেত্রেও বিশেষ ছাড় দিতে হবে কেবল অপারেটরকে৷ বর্তমানে একই বাড়ি বা অফিসে একাধিক কানেকশনের ক্ষেত্রে সমান টাকা নেওয়া হয়৷ এক্ষেত্রে ট্রাই-এর নতুন নিয়ম অনুযায়ী একাধিক কানেকশনের জন্য ৪০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে৷
১৫ জানুয়ারীর মধ্যে বাধ্যতামূলকভাবে ট্রাই এর নতুন নির্দেশিকাগুলি কার্যকর করতে হবে কেবল অপারেটরদের৷ নতুন মূল্য নির্ধারণ সংক্রান্ত সমস্ত তথ্য এই সময়ের মধ্যে ওয়েবসাইটে জানাতে হবে৷ এরপর কেবল গ্রাহকদের জন্য সমস্ত চ্যানেলের সংশোধিত মূল্য সংক্রান্ত নতুন ট্যারিফ ৩০ শে জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে৷