নম্বর প্লেটে কারচুপি! চারচাকা গাড়ির জরিমানা গুনতে গুনতে অতিষ্ট মালিক

নম্বর প্লেটে কারচুপি! চারচাকা গাড়ির জরিমানা গুনতে গুনতে অতিষ্ট মালিক

মুম্বই: জরিমানার হাত থেকে বাঁচতে নম্বর প্লেটে জালিয়াতি৷ দোষ করছে একজন, মাশুল গুনছেন অন্যজন৷ কিন্তু কী ভাবে? 

আরও পড়ুন- ফের বিভ্রাট! গরু-মোষের ধাক্কার পর এবার যান্ত্রিক ত্রুটিতে বিকল বন্দে ভারত এক্সপ্রেস

মট্রোপলিটন শহরগুলিতে ট্রাফিক আইনের বেশ কড়াকড়ি৷ অপরাধীদের ধরতে চারিদিকে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামরা৷ এই অবস্থায় ট্রাফিক আইন ভেঙে জরিমানার হাত থেকে বাঁচতে মুম্বইয়ের কিছু মানুষ এমন এক বুদ্ধি এঁটেছেন, যা দেখে অনেকেই হতবম্ভ৷ 

 

সিএ সুচিত শাহ নামের মুম্বইয়ের এক টুইটার ইউজার সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে দেখান কী ভাবে নম্বর প্লেট জালিয়ারি করা হচ্ছে৷ তিনি দেখান কী ভাবে এক নিয়মভঙ্গকারী গাড়ির নম্বর প্লেট বদলে ট্রাফিক আইন লঙ্ঘন করছেন। সুচিত জানান, ওই নম্বর প্লেটটি আসলে তাঁর৷ সেটি ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে এবং অন্য কারও অপরাধের জন্য তাঁকে জরিমানা গুনতে হচ্ছে। তিনি টুইটে লেখেন, “এই ব্যক্তি প্রতিনিয়ত ট্রাফিক আইন লঙ্ঘন করে চলেছেন। উনি নম্বর প্লেটে জালিয়াতি করেছেন। এমনভাবে নম্বর প্লেট লিখিয়েছেন, তাতে আমার চারচাকা গাড়ির নম্বরের পরিপ্রেক্ষিতে জরিমানার চালান তৈরি করা হচ্ছে। জরিমানা দিতে দিতে আমি ক্লান্ত।”