এবার নর্দমায় মিলল করোনার জীবানু, পরীক্ষা হবে সব রাজ্যে!

এবার নর্দমায় মিলল করোনার জীবানু, পরীক্ষা হবে সব রাজ্যে!

d7e431d1e7fe5ea7e35e097e6748ed9e

আহমেদাবাদ: একদিকে ভারতের করোনা সংক্রমণ যখন হু হু করে বেড়ে চলেছে, সেই সময় একের পর এক খবর মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এবার গুজরাতের ড্রেনের জলে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। কিন্তু করোনা ভাইরাস ড্রেনের জল থেকে মানুষকে সংক্রমিত করতে পারে কি না, সেই নিয়ে পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গুজরাতের ড্রেনে করোনা ভাইরাসের জীবনু পাওয়া নিয়ে তাঁরা চিন্তিত।পরীক্ষা করে দেখা হচ্ছে এই ধরনের করোনা ভাইরাসের জীবানু সংক্রমিত করতে পারে কি না। তবে এই বিষয়ে কিছু সিদ্ধান্তে আসতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। অনেক দিকে নজর রেখে এই পরীক্ষাগুলো করা হবে বলে তিনি জানিয়েছেন।

গুজরাতের ড্রেনে করোনা ভাইরাসের জীবানু পাওয়ার পর, দেশের বাকি রাজ্যগুলোতে পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, বাকি রাজ্যগুলোর ড্রেনে পরীক্ষা চালানো হবে। দেখা হবে করোনা ভাইরাস পাওয়া যায় কি না। কিছু সময়ের জন্য পরীক্ষা চালানো হবে।

অন্য দিকে, বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে করোনা ভাইরাসের নতুন বৈশিষ্ট্য চোখে পড়েছে। যাতে আঁতকে উঠেছে বিশেষজ্ঞরা।চিকিৎসকরা জানাচ্ছেন, কোনও কোনও রোগীর কোনও শারীরিক অসুস্থতা বা করোনার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু হঠাত্ করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তারপরেই তাঁদের মৃত্যু হচ্ছে। চিকিত্সা শুরুর আগেই তাঁদের মৃত্যু হচ্ছে। একটি মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তির থেকে ২০০ জন আক্রান্ত হন, তাঁদের এইভাবে মৃত্যু হয়। মেডিক্যাল রিপোর্টে তাঁদের সুপার স্পেডার বলা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় এইভাবে একজনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো লক্ষণ ছিল না। শারীরিক অবস্থায় অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার আধঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুপার স্পেডার ছিলেন। গবেষকরা জানাচ্ছেন, এই ধরণের অ্যাসিম্পোট্যোম্যাটিক রোগিরা প্রাথমিকভাবে সুস্থ বলেই মনে করা হয়। কিন্তু ভিতরে ভিতরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু তা বাইরে থেকে বোঝা যায় না। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে তাঁদের মৃত্যু হয়। তাঁরা চিকিত্সার সময় পর্যন্ত দেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *