১৮০টি দেশ ঘুরে রেকর্ড গড়লেন ৭০-এর ‘তরুণী’

মুম্বাই : বয়সকে পিছনে ফেলে ৭০ বছরেও ‘তরুণী’৷ এই বয়সেও চষে ফেলেছেন অন্তত ১৮০টি দেশ৷ আর তাতেই রেকর্ড গড়েছেন মুম্বাইবাসী এই পৌঢ়া৷ ১৮০টি দেশ ঘুরে মেহের মুস পেয়ে গিয়েছেন ১৮টি পাসপোর্ট৷ ২০ বছর বয়সে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাটেন্ডান্ট হিসেবে কাজ শুরু করেন তিনি৷ সেই তখন থেকে শুরু হয় বিদেশ ঘোরার নেশা৷ মেহেরের স্বপ্ন ছিল, বিশ্বটাকে

১৮০টি দেশ ঘুরে রেকর্ড গড়লেন ৭০-এর ‘তরুণী’

মুম্বাই : বয়সকে পিছনে ফেলে ৭০ বছরেও ‘তরুণী’৷ এই বয়সেও চষে ফেলেছেন অন্তত ১৮০টি দেশ৷ আর তাতেই রেকর্ড গড়েছেন মুম্বাইবাসী এই পৌঢ়া৷ ১৮০টি দেশ ঘুরে মেহের মুস পেয়ে গিয়েছেন ১৮টি পাসপোর্ট৷ ২০ বছর বয়সে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাটেন্ডান্ট হিসেবে কাজ শুরু করেন তিনি৷ সেই তখন থেকে শুরু হয় বিদেশ ঘোরার নেশা৷ মেহেরের স্বপ্ন ছিল, বিশ্বটাকে দেখবেন নিজের মতো করে৷ যেমন ভাবনা তেমন কাজ৷ ধাপে ধাপে ১৮০টি দেশ ঘুরে বানিয়ে ফেললেন বিশ্ব রেকর্ড৷ আর নেশায় পড়ে করা হয়নি বিয়ে৷ সংসারও করা হয়নি তাঁর৷ পিছুটান ভুলে নিজের স্বপ্নের পথেই ক্রমাগত এগিয়ে গেছেন তিনি৷

নিশ্চই মনে প্রশ্ন জাগছে, কীভাবে টাকা জোগাড় হল? তার জন্য কাজে লেগেছে তাঁর জমানো পুঁজি৷ চাকরি জীবনে উপার্জনের টাকা দিয়েই ঘুরেছেন বিদেশ৷ তবে এখন বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও শরীর আর সঙ্গ দিচ্ছে না৷ কম হয়েছে মেহেরের দৃষ্টি শক্তি৷ কমেছে প্রবণতাও৷ কিন্তু কমেনি তাঁর ইচ্ছেশক্তি৷ শরীর না চাইলেও এবার ১৮১ নম্বর দেশের উদ্দেশে রওনা হচ্ছে তিনি৷ যাচ্ছে নর্থ-আমেরিকায় ভ্রমণে৷ তিন মাসের জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =